শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

খাদ্য নিয়ে রাজনীতি করতে দেওয়া যাবে না : খাদ্যমন্ত্রী

প্রকাশিত: মার্চ ২১, ২০২২, ০১:৩৪ রাত
আপডেট: মার্চ ২১, ২০২২, ০১:৩৪ রাত

আগামীকাল থেকে চালের বাজার দর যদি না কমে, আমরা যত ভালো ভালো কথাই বলি না কেন; আমাদের প্রশাসন কিন্তু তত ভালো থাকবে না, এটা আমার শেষ কথা। কোনোভাবেই খাদ্য নিয়ে রাজনীতি করতে দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।


আজ রোববার দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে মজুদদারি রোধে করণীয় ও বাজার তদারকি সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এ হুঁশিয়ারি দেন।

মন্ত্রী বলেন, ১৯৭১ সালে যুদ্ধ করার পর আবার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য নতুন করে যুদ্ধে নামতে হবে, এটা আমার জানা ছিল না। দেশে পর্যাপ্ত চাল ও ধান উৎপাদন হয়। তারপরও চালের দাম বাড়ছে, যা অত্যন্ত দুঃখজনক।

মন্ত্রী আরো বলেন, আগামীকাল থেকেই চালের দাম নিম্নমুখী দেখতে চাই। চালের বাজার স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাই। এই মুহূর্তে চালের পর্যাপ্ত মজুত রয়েছে। তারপরও ধাপেধাপে চালের দাম বাড়ছে, যা কাঙ্ক্ষিত নয়। এর কারণ খতিয়ে দেখতে আমরা মাঠ পর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। মাঠ পর্যায়ের সঠিক তথ্য আমাদের পরিকল্পনা গ্রহণে কাজে লাগবে।

এ সময় মন্ত্রী আরও বলেন, কুষ্টিয়ার খাজানগরের রশিদ অ্যাগ্রোফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রশিদসহ সারা দেশের চার-পাঁচজন মানুষ বাংলাদেশের চালের বাজার নিয়ন্ত্রণ করে থাকে। আমি তাদের বলব,  আজকেই আপনারা বসেন। আগামীকাল থেকে চালের বাজার দর যদি না কমে আমরা যত ভালো ভালো কথাই বলি না কেন, আমাদের প্রশাসন কিন্তু তত ভালো থাকবে না—এটা আমার শেষ কথা। কোনোভাবেই খাদ্য নিয়ে রাজনীতি করতে দেওয়া যাবে না।

সাধন চন্দ্র মজুমদার আরও বলেন, আমাদের  মাঠ পর্যায়ে কে, কী করছে—তার আমরা কঠোর নজরদারি রাখছি। মন্ত্রী, সচিব ও ডিজি আমরা ইউনাইটেডলি সততার সঙ্গে, নিষ্ঠার সাথে দুর্নীতিমুক্ত থেকে কাজ করে যাচ্ছি। আমার মাঠ পর্যায়ে যারা আছে তারা যেন সাবধান হয়ে যায়। সাবধানতা ফসকে যদি ভুলবশত কিছু হয়, তাহলে তার নিজের দায় নিজেকেই বহন করতে হবে।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে এ সময় খাদ্য সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. শাখাওয়াত হোসেন, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আব্দুর রশিদসহ চালকল মালিক সমিতি, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা ছাড়াও চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহের জেলা প্রশাসক ও খুলনা বিভাগের  খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় কাল থেকে সব ধরনের সরু  চাল কেজিতে দুই টাকা কমানোর ঘোষণা দেন বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আব্দুর রশিদ।

এর আগে মন্ত্রী বাংলাদেশের বৃহত্তম চালের মোকাম খাজানগরের বেশ কয়েকটি মিল পরিদর্শন করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়