এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।
এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।
তাফসির আহমেদ-
এয়ার টিকেটের হটাৎ মূল্য বৃদ্ধি মূলত একটি সম্মিলিত চক্রের কাজ। যার হোতা কিছু কিছু ট্রাভেল এজেন্সি ও এয়ারলাইন্স। ট্রাভেল ব্যবসা সংশ্লিষ্টরা মনেকরেন, এয়ারলাইন্স এর সরাসরি সহায়তা ও আঁতাত ছাড়া কখনোই বাল্ক টিকেট সিন্ডিকেট সম্ভব নয়। প্রতিটি ফ্লাইটে নির্দিষ্ট পরিমান গ্ৰুপ টিকেট বিক্রির পরিবর্তে নামহীন শত শত টিকেট ব্লক করে প্রথমে বাজারে ক্রাইসিস তৈরী করা হয়। এবং পরবর্তীতে সেই বিশাল পরিমান বাল্ক টিকেট ক্রাইসিস বাজারে চড়া মূল্যে গ্ৰুপ বুকিং বলে বিক্রি করা হয়। বাল্ক বুকিংয়ের মূল উদ্দেশ্যই হচ্ছে প্রথমে বাজারে কৃত্তিম সংকট সৃষ্টিকরা।
আটাবের বর্তমান কমিটি নির্বাচিত হওয়ার পর টিকেট সিন্ডিকেট বন্ধ করা, অবৈধ ট্রাভেল এজেন্সি উচ্ছেদ, বিদেশী অবৈধ এজেন্সির পোর্টাল বন্ধকরণ, শ্রমিক যাত্রীর জন্য লেবার ফেয়ার চালুকরণ, বিমানের টিকেটিং অথরিটির জন্য অতিরিক্ত ব্যাংক গ্যারান্টি ২৫ লাখ থেকে কমিয়ে ১০ লাখ টাকা নির্ধারণ করাসহ সদস্য বান্ধব অসংখ্য কাজ করেছে বর্তমান কমিটি। ট্রাভেল ট্রেড সেক্টরে বিদ্যমান সমস্যা সমাধান প্রচেষ্টায় সরকারের সঙ্গে আলোচনা, মতামত ও সহযোগিতা প্রদান করে যাচ্ছে সংগঠনটি।
সম্প্রতি সংবাদ সম্মেলনের মাধ্যমে টিকেটের উচ্চ মূল্য ও মজুতদারির বিষয়টিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করলে সরকার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে এবং গত ১১ ফেব্রুয়ারি ”আকাশ পথের যাত্রীসাধারণের স্বার্থ সংরক্ষণে এয়ার টিকেটের অস্বাভাবিক মূল্য রোধকল্পে নির্দেশনা” শীর্ষক একটি পরিপত্র জারি করে প্রশংসিত হয়েছেন সর্বমহলে।
সরকারের তদন্ত কমিটির প্রতিবেদনে দেখা যায় ৩০ টি ট্রাভেল এজেন্সির সিন্ডিকেট ও মূল্য বৃদ্ধির সঙ্গে জড়িত। বিশেষ করে জিএসএ গ্যালাক্সি গ্রুপ অব কোম্পানী যার আওতাধীন প্রায় ৭-৮ টি এয়ারলাইন্সের টিকেট তারা নামবিহীন ব্লক করে বাজারে কৃত্রিম সংকট তৈরীর মাধ্যমে এই সকল এজেন্সির কাছে উচ্চ মূল্যে বিক্রয় করত। এই সিন্ডিকেট চক্র দীর্ঘদিন ধরে এভাবে বাজারে সিন্ডিকেট ও মনোপলি করে কয়েক শত কোটি টাকা অবৈধভাবে আয় করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।