শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।

চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।

প্রকাশিত: জুন ১৭, ২০২৩, ১১:০১ দুপুর
আপডেট: জুন ১৭, ২০২৩, ১১:০১ দুপুর

বিগত ৩১ মে বুধবার বিকাল ৩ ঘটিকায় মুকসুদপুর রিপোটার্স ইউনিটিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, আমার বোন মিতা পরিবার কল্যাণ সহকারি হিসাবে কর্মরতা অবস্থায় মৃত্যু বরণ করেন।

এ বিষয়ে মৃত্যুজনিত কারণে আর্থিক অনুদান পাওয়া প্রসঙ্গে আবেদন করি। আমার বোনের স্বামী মোঃ মাফুজ মোল্যা পুনরায় বিবাহ করার একমাত্র বৈধওয়ারিস হিসাবে আমার পিতা মোঃ আয়ুব আলী হওয়ার মর্মে আমাদের ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সাব্বির খাঁনের নিকট ওয়ারিশ সার্টিফিকেটের জন্য যাই। তিনি আমাকে তার স্বামী একই ইউনিয়ন নিবাসী ধীরাইল গ্রামের আকরাম মোল্যার ছেলে মাফুজ মোল্যা যে পুনরায় বিবাহ করেছেন মর্মে প্রত্যয়ন পত্র প্রদান করেন আবার মাফুজ মোল্যাকে মৃত মিতার স্বামী হিসাবে ওয়ারিশ দেখিয়ে ২টি উত্তরাধীকারি সনদ প্রদান করেন। আনুতোষিক ও অবসর ভাতা উত্তোলনের জন্য ক্ষমতা অর্পণ ও অভিভাবক মনোনয়ন প্রত্যয়ন পত্র প্রদান করিবার পূর্বে চেয়ারম্যান মৃত্যুজনিত কারণে দাবিকৃত অনুদানের ৮ লক্ষ টাকার অর্ধেক ৪ লক্ষ টাকা উৎকোচ দাবি করে।

এ প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি আমার উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন ও টাকা দিতে রাজি না হলে ক্ষমতার অর্পনের প্রত্যয়ন পত্র দিতে অস্বীকার করেন। বিষয়টি উর্দ্ধর্তন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্শন করেন ভূক্তভোগী।

উক্ত বিষয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু বকর মিয়া এর নিকট এই বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি উনি শুনেছেন। উক্তবিষয়ে ভুক্তভোগী পরিবার এখনো কোনো প্রকার লিখিত অভিযোগ দায়ের করেন নি। হুমকির বিষয়ে অভিযোগ পেলে তিনি ব্যবস্থা নিবেন বলে জানান। 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়