হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মানবিক আচরণ ভুলতে পারছেন না এক সময়ে জিম্মি থাকা ইসরায়েলি নারী ড্যানিয়েল। মুক্তির আগে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠনটিকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখেছেন তিনি।
ওই চিঠিতে সন্তানের সঙ্গে হামাসের মানবিক আচরণের কথা তুলে ধরেছেন ড্যানিয়েল।
চিঠিতে তিনি লেখেন,
আমার কন্যা এমিলিয়ার প্রতি আপনাদের মানবিক আচরণ করা হয়েছে। এ জন্য সাম্প্রতিক সপ্তাহগুলোতে যে জেনারেলরা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। মনে হচ্ছে, আমরা আগামীকাল আলাদা হয়ে যাব। আপনারা তাঁর মা-বাবার মতো আচরণ করেছেন। সে যখন ইচ্ছা তখনই আপনাদের কক্ষে যেতে পেরেছে। সে স্বীকার করেছে যে, আপনারা সকলেই তার বন্ধু, শুধু বন্ধু নয়, সত্যিকারের ভালো বন্ধু।
আমাদের প্রতি যত্নশীল হওয়ায় আপনাদের ধন্যবাদ,ধন্যবাদ,ধন্যবাদ।
আমার মেয়েকে ধৈর্য দেখানো এবং তাকে মিষ্টি, ফল এবং অন্যান্য প্রয়োজনীয় সবকিছু দিয়ে পরিপূর্ণ রাখার জন্য আপনাদের ধন্যবাদ। শিশুদের বন্দী করা উচিত নয়, তবে আপনাদের ধন্যবাদ। এসময়ে অন্যান্য সদয় ব্যক্তি যাদের সঙ্গে সাক্ষাত হয়েছে তাঁদেরকেও ধন্যবাদ। আমার মেয়ে আপনাদের কাছে রাজকন্যার মতো ছিল।
আমি চিরকাল কৃতজ্ঞতায় বন্দী হয়ে থাকব কারণ আমার সন্তান মানসিকভাবে বিপর্যস্ত হয়নি। আমি আপনাদের মানবিক আচরণের কথা মনে রাখব কারণ আপনারা গাজায় মারাত্মক কঠিন পরিস্থিতির মধ্যেও এমন আচরণ করেছেন। আমরা যদি এই পৃথিবীতে আমরা সত্যিকারের ভালো বন্ধু হতে পারতাম।
আমি আপনাদের সবার স্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। পাশাপাশি আপনাদের পরিবার ও সন্তানদের প্রতিও ভালবাসা রইল।
অনেক ধন্যবাদ,
ড্যানিয়াল ও এমিলিয়া
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।