উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান
উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান
করোনার ঢেউ সামাল দিয়ে বাংলাদেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে ঠিক সেসময়ই USD আর বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়ে এয়ারটিকেট মূল্যে চলছে এক চড়া মূল্যে। যেইসব রুটের ভাড়া পূর্বে ২০-২৫ হাজার টাকা ছিলো, সেই একই রুটের ভাড়া হাঁকানো হচ্ছে ৩-৪ গুন্ পর্যন্ত। দেশীয় পর্যটনকে সমৃদ্ধ করতে বিদেশী পর্যটকদের সংখ্যা কমেছে অনেক। প্রবাসীরা ছুটিতে আসা কমিয়ে দিয়েছেন এই চড়া মূল্যে এয়ার টিকেটের ভয়ে!
পর্যটন ব্যবসায়ী '' JANNAT TRAVEL SOLUTION'' এর কর্নধার জনাব মোঃ মাসউদুর রহমন এর নিকট মন্তব্য জানতে চাইলে তিনি বলেন ''উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারা। '' এ বিষয়ে ট্রাভেল এজেন্সির ভূমিকা জানতে চাইলে তিনি বলেন , ট্রাভেল এজেন্সি শুধুমাত্র টিকেট বিক্রির সাথে জড়িত। টিকেটের দাম নির্ধারণের বিষয়টি এয়ারলাইন্স সরাসরি নির্ধারণ করে। তবে এ বিষয়ে তিনি বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
বিভিন্ন প্রবাসীদের সাথে কথা বলে জানাজায়, আগে যেই টিকেট ২৫ হাজার টাকায় ক্রয় করতে পারতো, বর্তমানে ক্ষেত্রবিশেষে ৯০-৯৫ হাজারে ক্রয় করতে হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।