পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!
পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!
ঢাকার মোহাম্মদপুর থেকে মাত্র ১৫ কিলোমিটারের দূরত্বে কলাতিয়ার বুড়িগঙ্গার পার হতে পারে পর্যটনের অপার সম্ভাবনাময় স্থান। যেখানে চাইলেই আপনি পরিবার নিয়ে সারাদিন ঘুরে আসতে পারেন। রয়েছে বিনোদন পার্ক, রিসোর্ট, মানসম্মত রেস্তোরা এবং প্রাকৃতিক বাতাস ও নদীর পারে বসে উপভোগ্য সময় কাটানো। স্থানীয় বাসিন্দা মোঃ আমিনুল ইসলাম বলেন, ঢাকার অতি নিকটে হলেও অনেকের কাছেই অজানা। তিনি আরো বলেন, এখানে সবরকম নিরাপত্তা ব্যবস্থাসহ রয়েছে পুরো দিন আনন্দে কাটানোর সুযোগ। তিনি বলেন, দিন দিন মানুষের আনাগোনা বাড়ছে এবং ছুটিরদিনে অনেক লোকজন বেড়াতে আসেন পরিবার নিয়ে। ঘুরতে আসা একজন দর্শনার্থী মোমেন মুন্সি জানান, এখানে এসেই দেখতে পেলাম জামাই চা নামে একটি চায়ের দোকান। প্রাকৃতিক পরিবেশে বসে চা খাওয়ার মজাই আলাদা এবং তিনি তার বন্ধুবান্ধবদের এমন একটি স্থানের সন্ধান অবশ্যই দিবেন। ঘুরতে আসা অনেক পর্যটকরা জানান, একবার আসার পর এখন অবসর সময় প্রায়ই পরিবার নিয়ে বেড়াতে আসি। সরকারের সুদৃষ্টি পরলে হতে পারে আরো মনোরম এবং সুন্দর। যা ব্যাস্তনগরীর মানুষদের আকৃষ্ট করবে সুন্দর দিন কাটানোতে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।