স্টাফ রিপোর্টার, ঢাকা অফিস : বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ তার রাজনৈতিক ও কর্মজীবনে প্রতিকূল পরিবেশেও কখনও লক্ষ্য থেকে চ্যুত হননি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
প্রয়াত মওদুদ আহমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, মওদুদ আহমদ ছিলেন জ্ঞানী, ধৈর্যশীল, স্বল্পভাষী ও ভালো শ্রোতা। একইসঙ্গে ছিলেন বিশিষ্ট আইনজীবী, রাজনীতিবিদ, লেখক ও দেশ পরিচালনায় দক্ষ ব্যক্তি। এই গুনগুলো থাকা রাজনৈতিক অঙ্গনে জরুরি।
আজ রোববার (২০ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গয়েশ্বর। প্রয়াত মওদুদ আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী যুব আন্দোলনের উদ্যোগে এই অনুষ্ঠান হয়।
মওদুদ আহমদকে স্মরণ করে গয়েশ্বর রায় বলেন, কিছু মানুষের জন্ম হয় ভাল কিছু সৃষ্টি করার জন্য, ভাল কিছু রেখে যাওয়ার জন্য- মওদুদ আহমদ তেমন-ই একজন, যিনি কখনো লক্ষ্যচ্যুত হননি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের উপদেষ্টা ফোরকানে আলম।
পরে প্রয়াত মওদুদ আহমদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।