স্টাফ রিপোর্টার, ঢাকা অফিস : বিএনপির তৃণমূল পর্যায়ের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন- ময়মনসিংহের ফুলপুর পৌর বিএনপির সাবেক সদস্য রকিবুল হাসান (সোহেল), বান্দরবানের রুমা উপজেলা বিএনপির সভাপতি জিং সমলিয়ান বম এবং রংপুরের বদরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. সাইদুল ইসলাম।
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে ইতঃপূর্বে তাদেরকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে আবেদনের প্রেক্ষিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।
আজ সোমবার (২১ মার্চ) বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।