শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

ক্রিকেটার রুবেলকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা ইশরাক

প্রকাশিত: মার্চ ২২, ২০২২, ০৮:৫৬ সকাল
আপডেট: মার্চ ২৩, ২০২২, ০৭:৪৮ সকাল

স্টাফ রিপোর্টার, ঢাকা অফিস : জাতীয় ক্রিকেট দলের সাবেক অলরাউন্ডার মোশাররফ হোসেন রুবেলকে দেখতে হাসপাতালে যান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের ১ নম্বর সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন। 

আজ সোমবার (২১ মার্চ) রুবেলকে দেখতে রাজধানীর একটি হাসপাতালে যান তিনি। এ সময় ইশরাকের সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বাংলাদেশ ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের পরিচালক ফাহাদ আহমেদ শিকদার।

ক্রীড়া অনুরাগী হিসেবে ইশরাক হোসেনের বেশ সুনাম আছে। মোশাররফ রুবেলের শারীরিক অবস্থা সম্পর্কে জেনে বেশ উদ্বিগ্ন হন তিনি। তাই ফাহাদ শিকদারকে নিয়ে তাকে দেখতে চলে যান হাসপাতালে। তিনি হাসপাতালে কিছু সময় অবস্থান করে রুবেলের চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। 
 
জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল দীর্ঘদিন যাবৎ ব্রেন টিউমারের সাথে লড়াই করছেন। ২০১৯ সালে ব্রেইন (মস্তিষ্ক) টিউমার ধরা পড়লে ঘরোয়া ক্রিকেট থেকেও ছিটকে পড়েন মোশাররফ রুবেল। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। সেখানে দফায় দফায় কেমোথেরাপির পর কিছুটা সুস্থ হয়ে উঠেন তিনি। এরপর আবার সেই টিউমার দেখা দেয়। এরপর দীর্ঘদিন ভারতের একটি হাসপাতালে তার চিকিৎসা হয়। 

ইশরাক হাসপাতালে উপস্থিত হয়ে আইসিইউতে ভর্তি মোশাররফ রুবেলের খোঁজ-খবর নেওয়ার পর তার জন্য দেশবাসীর কাছে দোয়া চান। সেই সঙ্গে দল-মত-বর্ণ নির্বিশেষে প্রতিটা খেলোয়াড়কে মর্যাদা ও সম্মানের সাথে যথাযথ মূল্যায়নের আহ্বান জানান তিনি। এরপর মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের কাছে মোশাররফ রুবেলের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া প্রার্থনা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়