ইনস্যুরেন্সের টাকা পেতে এবং ব্যাংকঋণের দায় এড়াতেই আগুন দেওয়া হয় ফরিদপুরের আলোচিত দুই ভাই রুবেল-বরকতের মালিকাধীন ১২টি বাসে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতারের পর তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে এমন তথ্য। গত ১২ মার্চ রাতে শহরের গোয়ালচামট এলাকায় সিআইডির জব্দকৃত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় কারাগারে থাকা ফরিদপুরের আলোচিত দুই ভাই রুবেল-বরকতের জব্দকৃত ১২টি বাস রাখা ছিল নগরীর গোয়ালচামট বিদ্যুৎ অফিসের সামনে। গত ১২ মার্চ রাতে হঠাৎ আগুন লাগে বাসে। পুড়ে যায় ১২টি বাসই। আগুন লাগার পর রুবেল-বরকতের পরিবার মিজান নামে স্থানীয় এক ব্যক্তির ওপর দায় চাপানোর চেষ্টা করে।
পরদিন অজ্ঞাত আসামি করে একটি মামলা করে পুলিশ। এ মামলায় সোমবার আটক করা হয় তিনজনকে। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানায়, বাসে আগুন দেওয়ার কথা স্বীকার করেছে আসামিরা।
গ্রেফতারকৃত তিনজনের মধ্যে মোহাম্মদ আলী ছিলেন রুবেল-বরকতের বাসের কেয়ারটেকার। ব্রিফিংয়ে পুলিশ জানায়, ইনস্যুরেন্সের টাকা পেতে এবং ব্যাংকঋণের দায় এড়াতেই আগুন দেওয়া হয়।
তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।