স্টাফ রিপোর্টার, ঢাকা অফিস : গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সামনে রেখে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটকে সক্রিয় করার আহ্বান জানিয়েছেন জোট শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।
আজ বুধবার (২৩ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ২০ দলীয় জোট শরিক জাগপার উদ্যোগে এক আলোচনা সভায় জোটের প্রধান শরিক বিএনপির প্রতি এ আহ্বান জানান তিনি। ১৯৭১ সালের ২৩ মার্চ বৃহত্তর দিনাজপুরে জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত শফিউল আলম প্রধান কর্তৃক স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন দিবস স্মরণে এ আলোচনা সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২০ দলীয় জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
এনপিপির চেয়ারম্যান ড. ফরহাদ বলেন, ২০ দলীয় জোট পরীক্ষিত জোট, সময়ের পরীক্ষায় এই জোট উত্তীর্ণ। কেননা, মন্ত্রী-এমপিত্বসহ নানা সুযোগ-সুবিধার অফার থাকা সত্ত্বেও বিএনপিকে বাদ দিয়ে ২০১৪ সালে অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে ২০ দলীয় জোটের কোনো দলই অংশ নেয়নি। অথচ আজকে দীর্ঘদিন ধরে এই জোট নিষ্ক্রিয়, কোনো বৈঠক হয় না। জোটের ব্যানারে কোনো কর্মসূচিও হয় না।
বিএনপির বৃহত্তর ঐক্য গঠনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাম-ডানসহ যারা যারা আসতে চায় সবাইকে নিয়ে ঐক্য গড়ে তুলুন। ২০ দলের কোনো আপত্তি নেই। কিন্তু ২০ দলীয় জোটকে সক্রিয় করুন। ২০ দলীয় জোট কিংবা জোটের শরিক কোনো দলকে নিয়ে কোনো টেকনিক্যাল অসুবিধা থাকলে দ্রুততম সময়ে তা সমাধান করে পরীক্ষিত এই জোটকে গতিশীল-সক্রিয় করুন।
ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, দলীয় সরকারের অধীনে দেশে কোনো নির্বাচন হবে না। নির্বাচন হতে হবে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে। আর আন্দোলনে এই দাবি আদায় করতে হবে। সেই আন্দোলনে বিএনপির সঙ্গে ২০ দলীয় জোটও রাজপথে ভূমিকা রাখতে চায়।
জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন-জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, এনডিপির চেয়ারম্যান ক্বারী আবু তাহের, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।