স্টাফ রিপোর্টার, ঢাকা অফিস : আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ না করলে পালাবার পথ খুঁজে পাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার (২৩ মার্চ) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন পেশাজীবী সমন্বয় কমিটির উদ্যোগে এক আলোচনা সভায় এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন- আমাদেরকে (বিএনপি) নাকি তওবা করে নির্বাচনে যাওয়ার চেষ্টা করতে হবে। আমি উনাকে বলতে চাই, জনগণের কাছে তওবা করে ক্ষমা ভিক্ষা চান আপনাদের কৃতকর্মের জন্য। যেভাবে গুম-খুন, অত্যাচার-নির্যাতন করেছেন, যে অন্যায়-পাপ করেছেন, সেই পাপের জন্য জনগণের কাছে করজোড়ে ক্ষমা ভিক্ষা চান এবং ক্ষমা চেয়ে পদত্যাগ করুন, নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় পালাবার পথ খুঁজে পাবেন না।
সমন্বয় কমিটির আহ্বায়ক ডা. জাহিদ হোসেন এতে সভাপতিত্ব করেন।
বিএনপির চিত্রপ্রদর্শনী ও বইমেলা শুরু : বিএনপির আয়োজনে শুরু হয়েছে দুইদিনের ‘মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনী’। আজ বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তন প্রাঙ্গনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে ‘সাজসজ্জা, মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনী কমিটি’র আয়োজনে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জাতীয় পতাকা এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দলীয় পতাকা উত্তোলন করে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিএনপির একদল শিল্পীর পরিবেশনায় উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮ পর্যন্ত এই মেলা খোলা থাকবে সর্বসাধারণের জন্যে। মেলায় বিশিষ্ট লেখকদের মুক্তিযুদ্ধ, রাজনীতি, গবেষণা, গল্প, কবিতা, উপন্যাস ও বিশ্লেষণধর্মী বই রয়েছে। এছাড়া মুক্তিযুদ্ধের বইমেলায় জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ওপর আলোকচিত্র ও চিত্রকর্মও স্থান পেয়েছে।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের প্রকাশনায় ‘বস্ত্র ও পোষকশিল্পের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
এদিকে দুপুরে মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কমিটির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের পরিচালনায় অনুষ্ঠানে বিএনপির খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুস সালাম, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, ছাত্রদলের ফজলুর রহমান খোকন প্রমুখ বক্তব্য রাখেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।