স্টাফ রিপোর্টার, ঢাকা অফিস : গণতন্ত্র পুনরুদ্ধারে সরকারকে বিদায়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন গড়ে তুলতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
দলটির উদ্দেশে তিনি বলেন, আপনারা আন্দোলন-সংগ্রামের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে নিয়ে আসুন। তার নেতৃত্বে আন্দোলন গড়ে তুলে এই সরকারকে বিদায় করুন। এতে সবারই লাভ হবে।
আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন ডা. জাফরুল্লাহ। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে অনুষ্ঠিত এ সমাবেশ শেষে আগামী ২৮ মার্চের হরতালের সমর্থনে ডা. জাফরুল্লাহ’র নেতৃত্বে ভূখা মিছিল হয়।
সমাবেশে দলীয় সরকারের অধীনে বিএনপির নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন জাফরুল্লাহ। বর্তমান সরকারের অধিকাংশ কাজই দরিদ্র মানুষের বিরুদ্ধে বলে মন্তব্য করেন তিনি।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেন, আজ ঘরে ঘরে দুর্ভিক্ষ চলছে। এ সরকার গরিব দুঃখীদের দেখে না। যখন দুর্ভিক্ষের মতো অবস্থা তখন তারা আতশবাজি করে, বেলুন ফুটায়। আপনাদের বলি, এখনো সময় আছে ঠিক করুন সম্মানের সঙ্গে না কীভাবে ক্ষমতা ছেড়ে যাবেন। গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, গরিব সাধারণ মানুষদের ন্যায্যমূল্যে ভাত দেন, রুটি দেন- নইলে গদি ছেড়ে দেন।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বর্তমান সরকার সাধারণ জনগণকে তোয়াক্কা করে না। এক মন্ত্রী বলেন- ‘দাম বাড়লে কী হয়েছে, সাধারণ মানুষের কেনার ক্ষমতা তিনগুণ বেড়েছে’। সাধারণ মানুষের উচিত এসব বিষয়ে প্রতিবাদ করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হরতাল করা।
কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক বলেন, দেশের বর্তমান যে অবস্থা এতে করে আমাদের সবাই মিলে দেশকে বাঁচাতে হবে, এ সরকারকে বিদায় করতে হবে। আমি একজন মুক্তিযোদ্ধা, কিন্তু বলতে হচ্ছে এমন দেশের জন্য যুদ্ধ করিনি।
ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, দেশের জনগণের বেঁচে থাকা এবং ২ কোটি পরিবারকে স্বল্পমূল্যে রেশন দেওয়ার দাবিতে আগামী ২৮ মার্চ আধা-বেলা হরতাল ডাকা হয়েছে। ডা. জাফরুল্লাহ চৌধুরী ঘোষিত সে হরতালে আমরা রাজপথে থাকব। জনগণকে এই হরতাল সফল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এরপর আরও হরতাল আসবে। এই সরকারকে বিদায় করেই আমরা ঘরে ফিরব।
গণস্বাস্থ্য কেন্দ্রের জাহাঙ্গীর আলম মিন্টুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নূরুল হক নূর, ডিএলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য আক্তার হোসেন, নঈম জাহাঙ্গীর প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।