শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

বঙ্গবন্ধুকে সার্বজনীন করার আহ্বান মন্টুর

প্রকাশিত: মার্চ ২৫, ২০২২, ০৮:১৫ সকাল
আপডেট: মার্চ ২৫, ২০২২, ০৮:৫১ সকাল

স্টাফ রিপোর্টার, ঢাকা অফিস : গণফোরামের একাংশের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো দল-গোষ্ঠী বা এককভাবে কারো নেতা নন; তিনি জাতীয় ও আন্তর্জাতিক নেতা। তিনি সবার, তাকে সার্বজনীন করতে হবে। 

আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র’র উদ্যোগে ‘দিনলিপি : বঙ্গবন্ধুর শাসন সময়’-শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। চারটি খন্ডের গ্রন্থটিতে ১৯৭২ সালের ১০ জানুয়ারি থেকে ’৭৫ সালের ১৫ আগস্ট পর্যন্ত বঙ্গবন্ধুর রাষ্ট্রীয় দর্শন, চিন্তা, চেতনা ও রাষ্ট্র নির্মাণের পদক্ষেপসমূহ তুলে ধরা হয়েছে। 

মোস্তফা মোহসীন মন্টু বলেন, লুটপাট করতে আজ সারাদেশে এক শ্রেণির ইজারাদার তৈরি হয়েছে। তারা এ কাজে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলীয় নেতাদের ছবি ব্যবহার করছে। আশপাশের লোকজনকে ভয় দেখাচ্ছে। এর মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে ছোট করছে তারা। এটা বন্ধ করতে হবে। 

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, আমাদের উচিত ছিল বঙ্গবন্ধুকে রাজনৈতিক গন্ডির বাইরে এনে জাতীয় গন্ডিতে রেখে জাতীয়ভাবে প্রতিটি মানুষের হৃদয়ে স্থাপন করা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক নেতা ছিলেন- তাকে আরও প্রতিষ্ঠিত করা উচিত ছিল, কিন্তু আমরা তা পারিনি। 

বঙ্গবন্ধুকে নিয়ে গ্রন্থটি প্রকাশের উদ্দেশ্য তুলে ধরে গণফোরামের একাংশের নির্বাহী সভাপতি ও সংগঠনের সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ বলেন, গ্রন্থটি এজন্য প্রকাশ করা হয়েছে যাতে ভবিষ্যৎ প্রজন্ম এ থেকে আলো ও দিক-নির্দেশনা পায়। কিছু কাজ করতে গেলে ভুল, তর্ক-বিতর্ক থাকতে পারে। এটাই গণতন্ত্রের চর্চা। এর মধ্য দিয়ে সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের আদর্শের বাংলাদেশ এগিয়ে যাবে। 

আবু সাইয়িদের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন-বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, গণফোরামের একাংশের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, সাবেক সেনাপ্রধান এম হারুন-উর রশীদ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান প্রমুখ।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়