শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

দ্রব্যমূল্য কমান নতুবা ক্ষমতা ছাড়ুন : জাগপা

প্রকাশিত: মার্চ ২৬, ২০২২, ০৭:৪৯ সকাল
আপডেট: মার্চ ২৬, ২০২২, ০৭:৪৯ সকাল

স্টাফ রিপোর্টার, ঢাকা অফিস : ২০ দলীয় জোট শরিক জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, রাস্তায় হাটলে বোঝা যায় দেশের মানুষ চরম দুর্ভিক্ষের মতো অবস্থা মোকাবিলা করছে। মনে হচ্ছে সরকারের হাতে দেশের মানুষ  জিম্মি হয়ে পড়েছে। এভাবে স্বাধীন দেশ চলতে পারে না। 

ক্ষমতাসীনদের উদ্দেশে তিনি বলেন, অবিলম্বে দ্রব্যমূল্য কমান নতুবা ক্ষমতা ছাড়ুন। 

আজ শুক্রবার (২৫ মার্চ) রাজধানীর আসাদগেটের জিইউপি মিলনায়তনে যুব জাগপা আয়োজিত ‘২৩ মার্চ পতাকা দিবস ও পতাকা উত্তোলক শফিউল আলম প্রধান’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তাসমিয়া। 

যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলামের পরিচালনায় এতে জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আবু মোজাফফর মো. আনাছ, আসাদুর রহমান খান, মো. নিজামদ্দিন অমিত, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো. শফিকুল ইসলাম, সহ-সভাপতি ও রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধান, দফতর সম্পাদক তৌহিদুল ইসলাম রাতুল,  ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক শেখ এনায়েত আহমেদ হালিম, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, যুবনেতা মো. আশিক মোল্লা, ছাত্রনেতা মো. আল আমিন, জনি নন্দী, আক্তার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং ২৩ মার্চ পতাকা দিবস উপলক্ষে জাগপার প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো. শফিকুল ইসলামের হাতে ‘শফিউল আলম প্রধান স্মৃতি পদক-২০২১’ তুলে দেন জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান। 

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়