স্টাফ রিপোর্টার, ঢাকা অফিস : নিরাপদ খাদ্যের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে ‘নিরাপদ খাদ্য চাই’ নামের একটি সংগঠন।
আজ শুক্রবার (২৫ মার্চ) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহ-সভাপতি ডা. মোক্তার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- সাবেক ছাত্রনেতা রাকিবুল ইসলাম রুবেল, যুবনেতা মীর আমির হোসেন আমু, প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, প্রকৌশলী মো. আলাউদ্দিন, মো. ইকবাল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, অতি মুনাফালোভী অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত অর্থের লোভে খাদ্যে বিভিন্ন প্রকার ভেজাল মিশ্রিত করছে। কৃত্রিমভাবে রং ধরে রাখতে এবং ক্রেতার আকর্ষণ বাড়াতে ফল, শাক-সবজি, মাছ-মাংসে ফরমালিন ও বিভিন্ন স্প্রে ব্যবহার করে থাকেন ব্যবসায়ীরা। যা মানবদেহের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
তারা আরও বলেন, ভেজাল ও ফরমালিনের কারণে খাদ্যের মান ঠিক থাকছে না। আইনের মাধ্যমে মানুষের ফরমালিনমুক্ত খাবার পাবার অধিকার নিশ্চিত করতে হবে সরকারকে।
বক্তারা বলেন, ভেজাল খাদ্যের জন্য মৃত্যুও হতে পারে। তাই জনসাধারণকে সচেতন করার পাশাপাশি এসব অসাধু ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।