স্টাফ রিপোর্টার, ঢাকা অফিস : যুক্তরাজ্যের হাউজ অব কমন্সে ‘এনআরবি পুরস্কার’ গ্রহণের জন্য লন্ডন গেলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
আজ শুক্রবার (২৫ মার্চ) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য জানিয়েছেন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ২৯ মার্চ হাউস অব কমন্সে সাবেক অর্থমন্ত্রী ও ইস্ট লন্ডনের নির্বাচিত এমপি স্টিফান টিমস-এর ব্যবস্থাপনায় ওই অনুষ্ঠানের আয়োজক ‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ’ (লন্ডনভিত্তিক প্রবাসী পেশাজীবীদের আন্তর্জাতিক সংগঠন)।
অনুষ্ঠানে উপস্থিত থেকে ডা. জাফরুল্লাহ চৌধুরী ‘এনআরবি’ অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। ভ্রমণের সময় তার সফরসঙ্গী হিসেবে আছেন স্ত্রী শিরিন হক, ছেলে বারিশ হাসান চৌধুরী।
লন্ডনে থাকাকালীন সময়ে তিনি বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন নাগরিক সমাবেশ এবং আন্তর্জাতিক হেল্থ সেমিনারে বক্তব্য রাখবেন। তিনি দেশবাসীর কাছে তার ভ্রমণের সফলতা ও সুস্বাস্থ্যের জন্য দোয়া কামনা করেন।
আগামী ১৬ এপ্রিল ডা. জাফরুল্লাহ’র দেশে ফেরার কথা রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।