শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

স্বাধীনতা র‌্যালিতে ঢাকা-১৪ আসন বিএনপির অংশগ্রহণ

প্রকাশিত: মার্চ ২৭, ২০২২, ০৭:৫০ সকাল
আপডেট: এপ্রিল ০৩, ২০২২, ০৮:১৮ সকাল

স্টাফ রিপোর্টার, ঢাকা অফিস : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালি করেছে বিএনপি। আজ শনিবার (২৬ মার্চ) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে বিজয়নগর, পল্টন মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে র‌্যালিতে রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে অংশ নেয়। 

র‌্যালিতে ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩ ও ৯৩নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ এবং ঢাকা-১৪ আসন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং দারুসসালাম থানা বিএনপির সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এসএ সিদ্দিক সাজুর সার্বিক তত্ত্বাবধানে তারা র‌্যালিতে অংশগ্রহণ করেন।

র‌্যালিতে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও শাহ্আলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রওশন, মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সাইদুল, মিরপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলু, দারুসসালাম থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফ মৃধা, মিরপুর থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শহিদুর রহমান এনা, দারুসসালাম থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বাবুল মিয়া, সাবেক যুগ্ম সম্পাদক মো. লিটন ভূঁইয়া, সাবেক প্রচার সম্পাদক মো. মোস্তফা বেপারী, মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক গাজী জহিরুল ইসলাম সবুজ, যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রাজীব আহমেদ, মহানগর পশ্চিম ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল হোসেন মামুন, ১নং যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান শান্ত, যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম রানা, দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইকবাল হোসেন রিপন, সদস্য সচিব মিজানুর রহমান মিজান, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এসএম রুস্তম আলী, যুগ্ম আহ্বায়ক কেএম ইয়াহিয়া সামী।

আরও উপস্থিত ছিলেন- ৭ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-আহ্বায়ক কামরুল ইসলাম শ্যামল, যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহম্মেদ, ৮নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. জয়নাল আবেদীন, যুগ্ম আহ্বায়ক মো. আবু রাহিদ রাহাদ, ৯নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আবু সাঈদ দিপু, যুগ্ম আহ্বায়ক মো. শফিকুর রহমান মামুন, যুগ্ম-আহ্বায়ক মো. ইকবাল হোসেন স্বপন, ১০নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. সেলিম ইকবাল, যুগ্ম আহ্বায়ক মো. শাহেন শাহ শাহীন, যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দীক মাকসুদ, যুগ্ম আহ্বায়ক হাজী রমজান হোসেন রঞ্জু, ১১নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. আবুল বাঁশার ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মো. আরিফুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. শাকিল আহম্মেদ স্বপন, ১২নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. আকরাম হোসেন, যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার দিল খায়ের শিপু, ১৩নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. মফিজুর রহমান মফিজ, যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিব, ৯৩নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. দিদারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এহসানুল হক আপেল। 

এছাড়াও র‌্যালিতে দারুসসালাম থানা যুবদলের সাবেক সভাপতি মো. মোমিনুল ইসলাম মমিন, শাহ্আলী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সোলায়মান দেওয়ান, মিরপুর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহজালাল সম্রাট,  ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রহমান, সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের মোখলেছুর রহমান, প্রদীপ কুমার হাওলাদার, মিরপুর কলেজ ছাত্রদলের সুমন, দারুসসালাম থানা ছাত্রদলের আকিব আসিফ অভি, রুমন আহম্মেদ, মাজহারুল ইসলাম রানা,  শাহ্আলী থানা ছাত্রদলের রায়হান, সজীব; মিরপুর থানা ছাত্রদলের অনিকসহ ঢাকা-১৪ আসনের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ অংশগ্রহণ করেন।

র‌্যালি থেকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতা-কর্মীরা। ব্যান্ড দলের সুরের মূর্ছনা, পুরনো ঢাকার ঘোড়ার গাড়ি, মুক্তিযুদ্ধের সময়ে বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বের নানা দৃশ্য প্রদর্শন, লাল-সবুজ-হলুদ ক্যাপ পরা নেতা-কর্মীদের এই স্বাধীনতার র‌্যালি দেখতে ফুটপাতের দুইপাশে মানুষজনও ছিল ব্যাপক। তাদেরকে করতালি দিয়ে র‌্যালিকে শুভেচ্ছা জানাতে দেখা যায়। র‌্যালি শুরুর দুই ঘন্টা আগে থেকেই ফকিরেরপুল থেকে কাকরাইলের নাইটিঙ্গেল রেস্তোরাঁ মোড় পর্যন্ত তিল ধারণের ঠাঁই ছিল না, হাজার হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে র‌্যালি জনসমাবেশে রূপ নেয়। র‌্যালির অগ্রভাগ যখন জাতীয় প্রেস ক্লাবের সামনে তখনও শেষভাগ বিএনপি কার্যালয় অতিক্রম করছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়