কয়েক দিনের মৃদু দাবদাহের পর রবিবার (২৭ মার্চ) রাতে রাজধানীসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ সোমবার (২৮ মার্চ) ও আগামীকাল মঙ্গলবার (২৯ মার্চ) দেশের বেশ কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। অন্য সব অঞ্চলে বৃষ্টি না হলেও আকাশ আংশিক মেঘলা থাকবে।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, তাপমাত্রা গতকালের তুলনায় আজ একটু কম থাকবে। সারা দেশের তাপমাত্রাতেই একটু কমতি থাকবে। গতকাল (রোববার) ও আজ দেশের অনেক জায়গায় বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কমবে বলে জানান এ আবহাওয়াবিদ।
এক প্রশ্নের জবাবে আফরোজা সুলতানা বলেন, ‘দেশের আটটি বিভাগের মধ্যে ছয় বিভাগ ছাড়া বাকি বিভাগগুলোতে আবহাওয়া শুষ্ক থাকবে।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের অন্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
গতকাল (রোববার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সাগরে কোনো সতর্কতা নেই বলে জানান তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।