শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

আওয়ামী লীগ কখনও সুষ্ঠু ভোটে নির্বাচিত হয়নি : কর্নেল অলি 

প্রকাশিত: মার্চ ২৯, ২০২২, ০৭:০৪ সকাল
আপডেট: এপ্রিল ০৩, ২০২২, ০৮:১৪ সকাল

স্টাফ রিপোর্টার, ঢাকা অফিস : ২০ দলীয় জোট শরিক এলডিপির সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ বীরবিক্রম বলেছেন, আওয়ামী লীগ কখনও সুষ্ঠু ভোটে নির্বাচিত হয়নি, হতেও পারবে না। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ষড়যন্ত্র করে এসেছে, ভোট চুরি করে এসেছে। তাদের কাজ দুর্নীতি ও চাঁদাবাজি করা, বিদেশে অর্থ পাচার করা। 

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সোমবার (২৮ মার্চ) বিকেলে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এলডিপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অলি আহমদ বলেন, সরকারপ্রধান বলেছেন- আমরা উন্নয়ন দেখি না। চোখে চশমা দিয়েছি। আমি বলি, চশমা তো চোখে বহু আগেই দিয়েছি। এখন আপনারা চশমা খুলে দেখেন- দেশে কী পরিমাণ ভিক্ষুক বেড়েছে। টিসিবির ট্রাকের পেছনের লাইনে মানুষের সংখ্যা কতো? আপনারা কীসের উন্নয়নের কথা বলছেন।  

তিনি বলেন, এখন দেশে স্বাধীনতা পদক দেওয়া হয় সরকারদলীয় লোকজনের আত্মীয়-স্বজনদের। অথচ আমি মুক্তিযুদ্ধে প্রথম বিদ্রোহকারী, আমাকে পদক দেওয়া হয়নি। আসম আবদুর রব প্রথম পতাকা উত্তোলনকারী- তাকেও পদক দেওয়া হয়নি। আমরা যেহেতু আওয়ামী লীগকে তেল মারি না, তাই আমাদেরও পদক দেওয়া হয় না।

এলডিপির মহাসচিব রেদোয়ান আহমদের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন জেএসডির সভাপতি আসম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়