স্টাফ রিপোর্টার, ঢাকা অফিস : অলাভজনক জেনেও শুধুমাত্র বেগমপাড়ায় যাতায়াতকারীদের জন্যই, অর্থ পাচারের জন্যই ঢাকা-কানাডার ফ্লাইট চালু করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার (২৮ মার্চ) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ‘এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-এ্যাব’ আয়োজিত এক আলোচনা সভায় এই অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ঢাকা থেকে টরেন্টো (কানাডা) সরাসরি ফ্লাইট করেছে, একটা ট্রায়াল ফ্লাইট হয়েছে- এখন চালু করবে। গতকালই (রোববার) বিমানের কর্মকর্তারা বলেছেন যে, এই ফ্লাইটটা কেন করা হলো আমরা জানি না। কারণ এটা কোনোমতেই ভায়াবেল ফ্লাইট নয়। করা হয়েছে একটা কারণেই। বেগমপাড়াতে যারা যাতায়াত করেন তাদের সুবিধার জন্য অথবা সরাসরি এখান (বাংলাদেশ) থেকে টাকা পাচার করার জন্য, সুটকেস ভরে, ট্রাঙ্কে ভরে পাচার করার জন্য।
সঙ্কট উত্তোরণে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের কোনো বিকল্প নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আপনারা পেশাজীবীরা নিজেদের সংগঠন শক্তিশালী করেন, উজ্জীবিত করেন। দেশকে বাঁচানোর দায়িত্ব একা রাজনৈতিক দলের না, সকলের। সেখানে পেশাজীবীদের একটা বড় ভূমিকা থাকে। জনগণকে জাগিয়ে তুলতে হবে।
পুলিশ কর্মকর্তাদের এক বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, গত পরশু (শনিবার) পুলিশের একটা অনুষ্ঠানে পুলিশের আইজি ও পুলিশ কমিশনার কিছু কথা বলেছেন-আমরা বিস্মিত হয়েছি, ক্ষুব্ধ হয়েছি। কী করে সরকারি কর্মকর্তা হয়ে তারা এই ধরনের সম্পূর্ণভাবে রাজনৈতিক অশালীন এবং শিষ্টাচারবহির্ভূত কথা বলতে পারেন- এটা আমরা চিন্তা করতে পারি না। এই জায়গায় নিয়ে এসেছে আওয়ামী লীগ সরকারকে।
এ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি আনহ আখতার হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম মহাসচিব আসাদুজ্জামান চুন্নুর সঞ্চালনায় এতে পেশাজীবী নেতা অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, কাদের গনি চৌধুরী, আশরাফ উদ্দিন বকুল, রফিকুল ইসলাম, এ্যাবের সহ-সভাপতি রিয়াজুল ইসলাম রিজু, সাধারণ সম্পাদক হাছিন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।