স্টাফ রিপোর্টার, ঢাকা অফিস : ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে গণফোরাম। অন্যথায় দেশের জনগণ ও সকল গণতন্ত্রমনা রাজনৈতিক দলকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করে মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়ন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দলটি।
আজ সোমবার (২৮ মার্চ) এক বিবৃতিতে গণফোরামের একাংশের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী এসব কথা বলেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম জোটের ডাকা আধাবেলা হরতালে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে এই বিবৃতি দেন তারা।
বিবৃতিতে গণফোরামের একাংশের নেতৃদ্বয় বলেন, জনমানুষের দাবি নিয়ে করা শান্তিপূর্ণ হরতালে পুলিশের লাঠিচার্জ ও টিয়াগ্যাস নিক্ষেপ প্রমাণ করে- জনগণের শাসন ধ্বংস করে পুলিশি শাসন কায়েম করে ক্ষমতা স্থায়ী করতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। ইতিহাস থেকে ক্ষমতাসীনরা শিক্ষা নেয়নি। জনগণের বিরুদ্ধে গিয়ে জোর-জবরদস্তি করে ক্ষমতা দখল করা যায়, কিন্তু স্থায়ী হওয়া যায় না।
তারা আরও বলেন, গণফোরাম বিশ্বাস করে- কোনো গণবিরোধী সরকার এ দেশে স্থায়ী হয়নি, আপনারাও পারবেন না। তাই অবিলম্বে পদত্যাগ করুন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।