স্টাফ রিপোর্টার, ঢাকা অফিস : ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং প্রশাসন একাকার হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ডিএমপি কমিশনারের কটূক্তির প্রতিবাদে আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে রাজধানীর ধানমন্ডির শংকর এলাকায় বিক্ষোভ মিছিলপরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মিছিলটি শংকর এলাকা থেকে শুরু হয়ে মোহাম্মদপুর থানার সামনে গিয়ে শেষ হয়। রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগর দক্ষিণ জাসাসের যুগ্ম-আহ্বায়ক শওকত আজিজ, মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম-সম্পাদক জামাল হোসেন টুয়েল, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল যোবায়ের বাবুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বেগম খালেদা জিয়াকে নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্যকে ন্যাক্কারজনক উল্লেখ করে রিজভী বলেন, পুলিশ প্রশাসন যদি রাজনৈতিক ব্যক্তিদের মতো বক্তব্য দেয়- তাহলে সাধারণ মানুষ আস্থা রাখবে কোথায়? বেগম জিয়াকে নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য নজিরবিহীন।
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে বর্তমান সরকার ও তার প্রশাসনের কর্মকর্তাদের কথা-বার্তায় সেটা স্পষ্ট ফুটে উঠছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।