শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

সরকারের বিদায়ের বিকল্প নেই : গণফোরাম

প্রকাশিত: এপ্রিল ০১, ২০২২, ০৮:২০ সকাল
আপডেট: এপ্রিল ০৩, ২০২২, ০৮:০৬ সকাল

জয়পুরহাট জেলা প্রতিনিধি : গণফোরামের একাংশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষ আজ দিশাহারা, তারা দারুণ কষ্টে রয়েছে। তাদের মুখে হাসি ফুটাতে এই সরকারের বিদায়ের কোনো বিকল্প নেই। 

আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে জয়পুরহাট সদর উপজেলা মিলনায়তনে গণফোরাম জয়পুরহাট জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

মন্টু বলেন, দেশে এখন লুটপাট চলছে, মেগা প্রজেক্টের নামে মেগা লুট হচ্ছে, লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হচ্ছে-কিন্তু এসবের কোনো বিচার হচ্ছে না। মনে রাখবেন, জনগণ আপনাদের ছেড়ে দিবে না। 

তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশাহারা। অথচ সরকারের মন্ত্রীরা বলছেন, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে। নির্লজ্জের মতো মিথ্যাচার আপনারা করছেন। জনগণ এক মুহূর্তও আপনাদের ক্ষমতায় দেখতে চায় না। তাই গণফোরাম সকল গণতন্ত্রমনা মুক্তিযুদ্ধের সত্যিকার চেতনায় বিশ্বাসী দল নিয়ে বৃহত্তর আন্দোলনের মধ্যে দিয়ে এই সরকারকে পদত্যাগে বাধ্য করবে। 

গণফোরামের একাংশের নির্বাহী সভাপতি ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ড. আবু সাইয়িদ বলেন, বর্তমান আওয়ামী লীগ আর মুক্তিযুদ্ধের সময়কার তৎকালীন আওয়ামী লীগ এক নয়। এদের সরিয়ে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। আপনারা জনগণ আসুন- রুখে দাঁড়ান, এরা পালানোর পথ খুঁজে পাবে না। 

তিনি বলেন, বৃহত্তর ঐক্যের মাধ্যমে গণআন্দোলন গড়ে এই সরকারকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। 

জয়পুরহাট জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিনুর রহমান খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন- গণফোরামের নির্বাহী সভাপতি মহসীন রশিদ, সভাপতিপরিষদ সদস্য হোসেন আলী পিয়ারা, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা হাসান, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধুসহ গণফোরাম জয়পুরহাট জেলার নেতৃবৃন্দ। 

পরে কাউন্সিলরদের সম্মতিতে মামুনুর রশীদকে সভাপতি এবং হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক করে জয়পুরহাট জেলা গণফোরামের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিকে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়