স্টাফ রিপোর্টার, ঢাকা অফিস : মানবাধিকার লঙ্ঘন করে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী।
তিনি বলেছেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার প্রধান অঙ্গ হচ্ছে মানবাধিকার। বাংলাদেশে এখন মানবাধিকার লংঘিত হচ্ছে, এটি আন্তর্জাতিকভাবে আজ স্বীকৃত।
আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এশিয়া মানবাধিকার সংস্থা আয়োজিত ‘গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার’ বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. আনোয়ার উল্লাহ।
তিনি বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে পাবার জন্যই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল। কিন্তু স্বাধীনতার ৫০ বছরে দেশে আজও গণতন্ত্র ও মানবাধিকার অনুপস্থিত। দেশের সব জায়গায় এখন আইনের লঙ্ঘন হচ্ছে।
এশিয়া মানবাধিকার সংস্থার চেয়ারম্যান সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোস্তফা আলী মুকুলের সভাপতিত্বে এবং মহাসচিব নজরুল ইসলাম বাবলুর পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন- বিশিষ্ট লেখক ও নজরুল গবেষক কবি আবদুল হাই শিকদার, গ্রীন ওয়াচের সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি আমিরুল হোসেন কাগজী, এশিয়া মানবাধিকার সংস্থার ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আবু মোজাফফর মো. আনাছ, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির বেপারী, সাবেক ছাত্রদল নেতা ইসহাক সরকার, এম কাদের নোমান, ঢাকা মহানগর যুগ্ম-আহ্বায়ক শিহাব খান, শ্রম বিষয়ক সম্পাদক (পরিবহন) আসাদুল বাবুল প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।