শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

রাজধানীর যানজট আমাদেরই সৃষ্টি: মেয়র আতিক

প্রকাশিত: এপ্রিল ০২, ২০২২, ০৬:৩৪ সকাল
আপডেট: এপ্রিল ০৩, ২০২২, ০৮:০৪ সকাল

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, রাজধানীর যানজট নিরসন একদিনের বিষয় না, এ যানজট আমাদেরই সৃষ্টি। পরিকল্পনা ছাড়া প্রজেক্টভিত্তিক কাজ করতে গিয়ে রাজধানীর এ অবস্থা হচ্ছে।


শুক্রবার (১ এপ্রিল) রাজধানীর গুলশানস্থ বিচারপতি শাহাবুদ্দিন পার্কে দেশের অন্যতম বৃহত্তর ক্ষদ্র ঋণ অর্থায়নকারী প্রতিষ্ঠান শক্তি ফাউন্ডেশনের ৩০তম বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  

মেয়র বলেন, যাতায়াত ব্যবস্থার উন্নতি করতে গিয়ে এলিভেটেড হাইওয়ে একপ্রেস বা মেট্রোরেলের নিচে যে পিলারগুলো রয়েছে সেগুলোও যানজট সৃষ্টির অন্যতম কারণ। যানজট নিরসনে প্রাকৃতিক পথ বিশেষ করে নদী পথের যোগাযোগ ব্যবস্থা উন্নতি করার ব্যাপারে জোর দেন তিনি।

অনুষ্ঠানে শক্তি ফাউন্ডেশনের কর্মী ও সদস্যদের নিয়ে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে শক্তির সদস্য ও তাদের তৈরি সামগ্রী প্রদর্শনী ও বিক্রয়, শক্তি স্বাস্থ্য ক্যাম্প এবং সমৃদ্ধি প্রোগ্রামসমূহ আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

এতে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মো. ফরাসউদ্দিন, মাইক্রো ক্রেডিট অথোরিটির ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ, শক্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান মাহবুবা আক্তার, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হুমায়রা ইসলাম, উপ-নির্বাহী পরিচালক ইমরান আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়