স্টাফ রিপোর্টার, ঢাকা অফিস : দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে আগামীকাল শনিবার (২ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হবে। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠেয় এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ইতোমধ্যে কর্মসূচির মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।
বিএনপি নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালনের জন্য পুলিশের কাছে আবেদন করেছিল। তবে সেখানে অনুমতি দেয়নি পুলিশ।
এদিকে অনশন কর্মসূচি সফলের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি। ইতোমধ্যে ঢাকা মহানগর বিএনপি ও কেন্দ্রীয় অঙ্গ-সহযোগী সংগঠনগুলো দফায় দফায় প্রস্তুতি সভা করেছে। কর্মসূচিতে ব্যাপক লোকসমাগম ঘটাতে চায় তারা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।