শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

নারায়ণগঞ্জে কারখানার আগুনে আরও একজনের মৃত্যু

প্রকাশিত: এপ্রিল ০৩, ২০২২, ০২:৪০ রাত
আপডেট: এপ্রিল ০৩, ২০২২, ০৮:০৩ সকাল

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কেমিক্যাল কারখানায় আগুনে দগ্ধ নয় কর্মচারীর মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম মুজাহিদ (২০)।
শনিবার (২ এপ্রিল) ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মুজাহিদ। এর আগে শুক্রবার আকালু (৩৫) নামে আরেকজন দগ্ধ রোগী মারা গেছেন।

লিলি কেমিক্যাল কারখানাটির মার্কেটিং অফিসার আ. খালেক জানান, তাদের দুজনেরই শরীরের অধিকাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে শনিবার ভোরে মুজাহিদের মৃত্যু হয়েছে। আর শুক্রবার দুপুরে আকালুর মৃত্যু হয়েছে। বাকি সাতজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এর আগে গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রূপগঞ্জ দক্ষিণ গোলাকান্দা এলাকায় কারখানাটিতে আগুন লাগে। পরে, দগ্ধদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ওইদিন রাতে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, কেমিক্যাল কারখানায় বিস্ফোরণ থেকে আগুন লাগে। খবর পেয়ে স্থানীয় ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

আগুনে দগ্ধ বাকি সাতজন হলেন- বায়েজিদ, রোকন, খাদেমুল, সজিব, রিপন, মেহেদী ও রাসেল। তাদের সবার বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়