নারায়ণগঞ্জের রূপগঞ্জে কেমিক্যাল কারখানায় আগুনে দগ্ধ নয় কর্মচারীর মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম মুজাহিদ (২০)।
শনিবার (২ এপ্রিল) ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মুজাহিদ। এর আগে শুক্রবার আকালু (৩৫) নামে আরেকজন দগ্ধ রোগী মারা গেছেন।
লিলি কেমিক্যাল কারখানাটির মার্কেটিং অফিসার আ. খালেক জানান, তাদের দুজনেরই শরীরের অধিকাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে শনিবার ভোরে মুজাহিদের মৃত্যু হয়েছে। আর শুক্রবার দুপুরে আকালুর মৃত্যু হয়েছে। বাকি সাতজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এর আগে গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রূপগঞ্জ দক্ষিণ গোলাকান্দা এলাকায় কারখানাটিতে আগুন লাগে। পরে, দগ্ধদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ওইদিন রাতে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, কেমিক্যাল কারখানায় বিস্ফোরণ থেকে আগুন লাগে। খবর পেয়ে স্থানীয় ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
আগুনে দগ্ধ বাকি সাতজন হলেন- বায়েজিদ, রোকন, খাদেমুল, সজিব, রিপন, মেহেদী ও রাসেল। তাদের সবার বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।