যশোরের বেনাপোল বন্দরের ট্রাক টার্মিনালে আগুন লেগেছে। এতে ব্লিচিং পাউডারভর্তি ছয়টি ভারতীয় ট্রাক পুড়ে গেছে।
শুক্রবার ভোরে বেনাপোল বন্দরের টিটিবির মাঠে এ ঘটনা ঘটে। তবে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
প্রত্যক্ষদর্শী বন্দরের নিরাপত্তারক্ষীরা জানান, সাহরির শেষ মুহূর্তে হঠাৎ তারা দেখেন ভারতীয় ট্রাকে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানোর আগেই পাশাপাশি থাকা ব্লিচিং ভর্তি ছয়টি ভারতীয় ট্রাক পুড়ে যায়।
বন্দরের একাধিক নিরাপত্তাকর্মী জানান, ভারত থেকে আমদানি করা ব্লিচিং পাউডার বোঝাই ছয়টি ট্রাক বন্দরের টিটিআই মাঠে আনলোডের অপেক্ষায় ছিল। ট্রাকে এসব পণ্য ত্রিপল দিয়ে ঢাকা ছিল। ভোরে প্রথমে একটি ট্রাকে আগুন ধরে যায়। পরে পাশে থাকা আরো পাঁচটি ট্রাকে আগুন ছড়িয়ে পড়ে। অতিরিক্ত গরমের কারণে ব্লিচিং বোঝাই ট্রাকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বেনাপোল বন্দরের কর্মকর্তা মামুন তরফদার জানান, পণ্য চালানটি বুধবার ভারত থেকে ছয়টি ট্রাকে আমদানি হয়। ব্লিচিং ভর্তি ট্রাক ত্রিপল দিয়ে ঢেকে রাখার কারণে অত্যাধিক গরমে আগুন লাগতে পারে। আগুন নিয়ন্ত্রণে এলেও কত টাকার মালামাল পুড়ে গেছে তা জানা যায়নি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।