শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ খবর নিলেন গোলাম রাব্বানী

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২২, ০৩:১৬ দুপুর
আপডেট: এপ্রিল ২০, ২০২২, ০৩:১৬ দুপুর

আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ খবর নিলেন গোলাম রাব্বানী। তিনি গতকাল ঢাকা কলেজের আহত শিক্ষার্থী রজ্জব রায়হান ও কাননকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে আসেন এবং স্কয়ার হাসপাতালের আইসিউতে ভর্তি মোশারফ খোঁজ খবর নেন। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন 

ঢাকা কলেজের আহত শিক্ষার্থী রজ্জব রায়হান ও কানন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। রজ্জবের অবস্থা স্থিতিশীল, কাননের জ্ঞান ফিরেছে, কিন্তু এখনো শঙ্কামুক্ত নয়, মাথায় একাধিক গভীর কোপের আঘাত। আর মাথায় চোখে-মুখে গুলিবিদ্ধ মোশারফ এখনো স্কয়ার হাসপাতালের আইসিইউতে। অপারেশন হয়েছে, কিন্তু জ্ঞান ফেরেনি। সবার দ্রুত সুস্থতার জন্য দোয়া প্রার্থনা।
 
এদিকে আহত দুই শিক্ষার্থীর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী,

নিউমার্কেটে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত স্কয়ার হাসপাতালে ভর্তি শিক্ষার্থী মোশাররফ হোসেন এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি কাননের চিকিৎসার দায়িত্ব সরকারের বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি মোশাররফকে দেখতে গিয়ে ছাত্রদের এ কথা বলেন তিনি। 

রাত সাড়ে নয়টায় শিক্ষামন্ত্রী স্কয়ার হাসপাতালে যান। রাত ১০টার দিকে মোশাররফের চিকিৎসার খোঁজ-খবর নেন। এ সময় মোশাররফের বাবা মজিবুর রহমান সঙ্গে ছিলেন। এছাড়াও হাসপাতালে শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী দুই শিক্ষার্থীর উন্নত চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। এখন শিক্ষার্থীদের কোনও কাজ নেই, ঘটনার তদন্ত ও চিকিৎসার  সব দায়িত্ব আমাদের। শিক্ষক, মন্ত্রণালয় ও সরকার সব দায়িত্ব নিচ্ছে। 


শিক্ষামন্ত্রী দীপু মনি আরও বলেন, ‘আমি আহত শিক্ষার্থীকে (মোশাররফ) দেখলাম। উন্নত যে চিকিৎসা দেওয়া হবে, তার দায়িত্ব প্রধানমন্ত্রী নিয়েছেন। আমি দুঃশ্চিন্তায় ছিলাম। আশা করছি সুস্থ হয়ে উঠবেন। চোখের জন্য উন্নত চিকিৎসা দেওয়া হবে। আরেকজন (কানন) আছেন ঢাকা মেডিক্যালে আমি এখনই খোঁজ নেবো'।


শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘কাল থেকে তোমাদের ঈদের ছুটি। একটি পরীক্ষা ছিলো তাও হলো না। তোমরা সবাই ঘরে ফিরে যাও। আমি সব শিক্ষার্থীদের ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আহ্বান জানাচ্ছি। 

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়