শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

প্রধানমন্ত্রী শুভেচ্ছা কার্ডে বিশেষ শিশুদের আঁকা ছবি ব্যবহার করেন

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২২, ০৯:০০ সকাল
আপডেট: এপ্রিল ২৩, ২০২২, ০৯:০০ সকাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রক্ষমতা গ্রহণের পর থেকে বিভিন্ন উৎসব উপলক্ষে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আঁকা ছবি ব্যবহার করে আসছেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে ঈদ-উল-ফিতর, ঈদ-উল-আযহা, বাংলা নববর্ষ এবং ইংরেজি নববর্ষের মতো বিভিন্ন উৎসব উপলক্ষে তার সরকারি শুভেচ্ছা কার্ডে সারাদেশ থেকে সংগৃহীত ‘বিশেষ শিশুদেরর আঁকা বিভিন্ন ছবি ব্যবহার করছেন।’ তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষে বিশেষ চাহিদাসম্পন্ন ১৫টি শিশুর অঙ্কন এবং এ বছরের আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ১১টি অনুরূপ শিশুর অঙ্কন তার সরকারি শুভেচ্ছা কার্ডে ব্যবহার করেছেন।
কায়েস বলেন, নির্বাচিত ড্রইংয়ের প্রত্যেককে শিল্পীকে শুভেচ্ছা পুরস্কার হিসেবে এক লাখ টাকা করে দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, গণ্যমান্য ব্যক্তি, পেশাজীবী, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, রাষ্ট্রদূত বা উচ্চপদস্থ ব্যক্তিবর্গ, বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক রয়েছে এমন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বা হাইকমিশনার, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানদের কাছে শুভেচ্ছা কার্ড পাঠাতে বিভিন্ন প্রতিবন্ধী শিশুর আঁকা ছবি ব্যবহার করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়