শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের বড় অংশই প্রবাসীদের অর্জন

প্রকাশিত: জুন ০৬, ২০২২, ০৭:৩৯ সকাল
আপডেট: জুন ১৩, ২০২২, ১১:১০ দুপুর

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের বড় অংশই প্রবাসীদের অর্জন বলে প্রবাসীদের ''রেমিট্যান্স যোদ্ধা'' বলে  ধন্যবাদ জানিয়েছেন তরুণ উদ্যোক্তা জনাব মোঃ মাসউদুর রহমান।  

জনাব মোঃ মাসউদুর রহমান যিনি প্রবাসীদের বিভিন্ন বিষয়াদি নিয়ে সরাসরি কথা বলেন News8Bangladesh এর প্রতিনিধির সাথে। তিনি বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের আমদানি ব্যয় মেটাতে প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স বড় ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে সরকারের বিভিন্ন প্রদক্ষেপে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে বড় ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেন তিনি। তবে বাংলাদেশ সরকারকে প্রবাসীদের সুযোগ সুবিধা বৃদ্ধিতে আরো বেশি কার্যকর প্রদক্ষেপ গ্রহণ করতে হবে। দেশের উন্নয়নে তরুণদের এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন তিনি। প্রবাসীদের বিভিন্ন সেবায় ভোগান্তি দূর করতে হবে এবং সম্মান করতে হবে। অর্থনীতিতে ফার্স্ট ক্লাস পাওয়া জনাব মোঃ মাসউদুর রহমান বলেন প্রবাসীদের অর্জিত বৈদেশিক মুদ্রা আমাদের অর্থনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আমি অর্থনীতির একজন ক্ষুদ্র শিক্ষার্থী হিসেবে অনুধাবন করতে পারি। তাই, সরকারের নানামুখী প্রদক্ষেপের মধ্যে রেমিট্যান্স আহরণের ২-৩% প্রনোদনা  প্যাকেজের সিদ্ধান্তটি যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে মনে করেন তিনি। 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়