বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধিঃ গতকাল রোববার জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকা হতে ১৫০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধারসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পাঁচবিবি থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, পাঁচবিবিতে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে পাঁচবিবি থানার এএসআই(নিঃ) মোঃ সোহেল রানা সঙ্গীয় অফিসার ফোর্সসহ পাঁচবিবি থানার পাঁচমাথা এলাকায় ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিকে জানতে পারে যে, পাঁচবিবি থানাধীন আয়মা রসুলপুর ইউপির অন্তর্গত ছোট মানিক (আদিবাসি পাড়া) গ্রামস্থ জনৈক মন্টু (২৮) এর বসত বাড়ির ঘরের ভিতর একজন ব্যক্তি মাদক দ্রব্য চোলাইমদ তৈরী করে বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে।
এ
ই মর্মে সংবাদ পেয়ে, ছোট মানিক (আদিবাসি পাড়া) গ্রামস্থ জনৈক মন্টু (২৮) এর বাড়ি থেকে ১৫০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার পূর্বক একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতা করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামী পাঁচবিবি উপজেলার ছোট মানিক গ্রামের আদিবাসী পাড়ার শ্রী শান্তু এর পুত্র শ্রী মন্টু (২৮)। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে কোর্টে সোপর্দ করে বলে জানা যায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।