শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

বেলকুচিতে ১৮ লিটার অ্যালকোহলসহ আটক ১

প্রকাশিত: মার্চ ২১, ২০২২, ০৯:৫৩ রাত
আপডেট: মার্চ ২১, ২০২২, ০৯:৫৩ রাত

বেলকুচির (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে মনির হোমিও ঔষধের দোকানে অভিযান চালিয়ে ১৮ লিটার অ্যালকোহলসহ ইয়াসিন আরাফাত (২০) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে  র‌্যাব-১২  এর সদস্যরা।

এ সময় নগদ ৬ হাজার ৫শত টাকা উদ্ধার করা হয়। আটক ইয়াসিন আরাফাত উপজেলার বেড়াখারুয়া গ্রামের শাহ আলমের ছেলে।

সোমবার (২১ মার্চ) দুপুরে র‌্যাব-১২  এর মেজর (মিডিয়া অফিসার) এম. রিফাত বিন আসাদ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। মেজর রিফাত বিন আসাদ আরও জানান, গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর একটি চৌকস দল জেলার বেলকুচি পৌর এলাকার মনির হোমিও ঔষধের দোকানে অভিযান চালিয়ে ৫৮৯ বোতল (১৮ লিটার) অ্যালকোহলযুক্ত তরল পদার্থসহ ১ জনকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ১ টি মোবাইল ও নগদ ৬ হাজার ৫শত টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সদস্যের চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন এলাকায় অবৈধ অ্যালকোহলযুক্ত তরল পদার্থ ক্রয়-বিক্রয় করে আসছিল।

আটককৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও উদ্ধারকৃত আলামতসহ আসামীকে বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়