ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের মধুপুর ধুমেরহাট এলাকায় একটি আলু ক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাতে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায় ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানান, ওই নারীকে বেশ কয়েকদিন ধরে মধুপুর ধুমেরহাট এলাকায় ঘুরতে দেখা যায়। রোববার রাতে আলুর ক্ষেতে নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় তারা।
রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায় জানান, এখনো লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে পিবিআই আলামত সংগ্রহ করছে। আজ সোমবার মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।