শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

প্রেমের বিয়ে মানেনি পরিবার, নব-দম্পতির আত্মহত্যা

প্রকাশিত: মার্চ ২৩, ২০২২, ১২:১০ রাত
আপডেট: মার্চ ২৩, ২০২২, ১২:১০ রাত

প্রেমের বিয়ে দুই পরিবার মেনে না নেয়ায় বিয়ের কয়েক ঘণ্টার মধ্যে এক যুগলের আত্মহত্যার ঘটনা ঘটেছে। তাদের দীর্ঘদিনের ভালোবাসার শেষ পরিণয় ঘটলো জীবন দিয়ে। 
ঘটনাটি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নে। সোমবার (২১ মার্চ) রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। 

আত্মহত্যাকারী নব-দম্পতিরা হলেন- মাঝিহট্ট ইউনিয়নের দামগারা কারিগর পাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে মোঃ সবুজ (২১) ও পাশের গ্রামের মাসিমপুর চালুঞ্জা তালুকদারপাড়া মোঃ রাজ্জাকের মেয়ে মার্জিয়া জান্নাত (১৯)। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে দিনমজুর সবুজের সাথে কলেজ ছাত্রী জান্নাতের প্রেমের সম্পর্ক ছিল। প্রায় ছয় মাস আগে প্রথম তারা পরিবারকে না জানিয়ে বিয়ে করেছিল। জান্নাতের পরিবার ঘটনাটি জানার পরে তাৎক্ষণাতভাবে তাদের তালাক করায়। 

এরপর চলতি মাসে প্রায় ১৫ দিন আগে স্থানীয় এক প্রবাসী যুবকের সাথে মুঠোফোনে জোরপূর্বক জান্নাতের বিয়ে দেয় পরিবার। তবে সেই বিয়েতে জান্নাত কোন ভাবেই সম্মত ছিলনা। তাই সোমবার দিনের কোন এক সময় জান্নাত ও সবুজ আবারও পালিয়ে বিয়ে করেন।

প্রেমের বিয়ে আবারও জান্নাতের পরিবার মেনে না নেয়ায় সবুজ তার নববধূকে নিয়ে নিজ বাড়িতে আশ্রয় নেন। সন্ধ্যার দিকে জান্নাতের পরিবার জান্নাতকে সবুজের বাড়ি থেকে জোরপূর্বক নিয়ে আসে৷

রাতে নব-দম্পতি মুঠোফোন কথা বলতে শুরু করেন। এক পর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। রাত ১০ টার দিকে জান্নাত তার স্বামী সবুজকে মুঠোফোনে রেখে হঠাৎ কীটনাশক পান করেন। মুঠোফোন চালু থাকায় সবুজ বুঝতে পারেন জান্নাত আর বেঁচে নেই। এরপরেই তিনি নিজ ঘরে সেলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন। 

শিবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, নব-দম্পতি প্রেম করে বিয়ে করেছিলেন। তাদের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়