শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

বগুড়ায় বিদেশি পিস্তলসহ ২২ মামলার আসামী ব্রাজিল গ্রেফতার

প্রকাশিত: মার্চ ২৩, ২০২২, ০১:৩০ রাত
আপডেট: মার্চ ২৩, ২০২২, ০১:৩০ রাত

বগুড়ায় পিস্তলসহ ২২ মামলার আসামি মোঃ ব্রাজিল(৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। 
সোমবার রাত সাড়ে ৮টার দিকে শহরের বকশিবাজার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্রাজিল শহরের গোদারপাড়া এলাকার শাহাজাহান আলীর ছেলে। 

পরে দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশ সদর উপজেলার পালশা চৌকির পাড় এলাকায় ব্রাজিলকে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযানে যায়। তার দেওয়া তথ্য মতে, পালশা চৌকির পাড়া ব্রিজের দক্ষিণ পাশের একটি ইউকালেকটর গাছের গোড়ায় মাটি খোঁড়া হয়। সেখানে সাদা পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় একটি বিদেশী পিস্তলসহ, একটি ম্যাগজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। 

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আলী হায়দার চৌধুরী জানান, ওয়ারেন্টমূলে (গ্রেফতারি পরোয়ানা) ব্রাজিলকে গ্রেফতার করা হয়। ব্রাজিল অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী হওয়ায় গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অবৈধভাবে অস্ত্র হেফাজতে রাখার কথা স্বীকার করেন। তার স্বীকারোক্তি অনুযায়ী একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি (এক রাউন্ড মিসফায়ারকৃত) উদ্ধার করা হয়। ব্রাজিলের বিরুদ্ধে ২ টি অস্ত্র, বিস্ফোরক দ্রব্য আইনে ৫ টি,মাদক দ্রব্য আইনে ১ টি,সন্ত্রাস বিরোধী আইনে ২ টি, বিশেষ ক্ষমতা আইনে ৪ টি,চাঁদাবাজীর ৬ টি এবং এসিড নিক্ষেপের ২টি মামলাসহ মোট ২২ টি মামলা  রয়েছে। 

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদ হাসান জানান, ব্রাজিল পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়