শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় সনাতন ধর্মের কীর্ত্তন অনুষ্ঠানে আসা গৃহবধূকে যৌন নিপীড়ন কালে শ্রী বিটল ভৌমিক (৪৫) নামের ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
সোমবার (২১মার্চ) দিনগত রাত সাড়ে দশটার দিকে শহরের সকাল বাজারস্থ তেঁতুলতলা এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক হওয়া বিটল ভৌমিক পৌরশহরের উত্তরসাহা পাড়া মহল্লার দেবেন সরকারের ছেলে। উক্ত ঘটনায় মঙ্গলবার (২২মার্চ) দুপুরে ভুক্তভোগী ওই গৃহবধূ বাদি হয়ে থানায় একটি মামলা করেছেন।
অভিযোগে জানা যায়, শহরের ঘোষপাড়াস্থ রাধা গোবিন্দ মন্দির প্রাঙণে টাউন বারোয়ারি হরিবাসর কমিটি সাতদিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে। ঘটনার রাতে ওই অনুষ্ঠানে যান উত্তর সাহাপাড়া এলাকার শ্রী জয় মহন্তের স্ত্রী। একপর্যায়ে সকাল বাজার তেঁতুলতলা নামক স্থানে প্রসাদ গ্রহণ করছিলেন তিনি। কিন্তু লম্পট বিটল ভৌমিক পেছন থেকে ওই নারীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন চালায়। এসময় ওই গৃহবধূর চিৎকারে অনুষ্ঠানে উপস্থিত লোকজন এগিয়ে এলে বিটল ভৌমিক দৌঁড়ে পালানোর চেষ্টা চালান। পরে তাকে ধাওয়া দিয়ে আটক করেন বিক্ষুব্ধ জনতা। সেইসঙ্গে কিছু উত্তম-মাধ্যম দিয়ে আটক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়।
শেরপুর টাউন ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাম্মাক হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যৌন নিপীড়নের শিকার ওই নারী বাদি হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে শেরপুর থানায় মামলা করেছেন। মামলাটির তদন্ত চলছে। এছাড়া আটক ব্যক্তিকে মঙ্গলবার দুপুরেই বগুড়ায় আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।