শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

বগুড়ার শেরপুরে মহাসড়কের পাশ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

প্রকাশিত: মার্চ ২৩, ২০২২, ০৩:১৯ রাত
আপডেট: মার্চ ২৩, ২০২২, ০৩:১৯ রাত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (২২মার্চ) সকাল আটটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের পৌরশহরের কলেজ রোড এলাকা থেকে ওই বৃদ্ধের লাশটি উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য লাশ বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, সকালের দিকে উক্ত স্থানে মহাসড়কের পাশে রক্তমাখা অবস্থায় ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরবর্তীতে ঘটনাটি তাদেরকে জানানো হয়। তাৎক্ষণিক তারা ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম এ প্রসঙ্গে বলেন, নিহত ওই বৃদ্ধের বয়স অনুমান ৬০বছর। তাঁর পরণে লুঙ্গি ও পাঞ্জাবি রয়েছে। নিহত ব্যক্তিটির এখনও পরিচয় মেলেনি। পরিচয় পাওয়া গেলে ঘটনাটি সম্পর্কে অনেক কিছুই জানা সম্ভব হবে।

এছাড়া নিহতের শরীর রক্তমাখা ও শক্ত আঘাতের চিহৃ রয়েছে। তবে প্রাথমিকভাবে তার ধারণা, মহাসড়ক পারাপারকালে দ্রুতগতি সম্পন্ন কোনো যানবাহনের ধাক্কায় ওই বৃদ্ধের মৃত্যু হয়ে থাকতে পারে। কিন্তু নিশ্চিত নন। তাই এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড সেটি নিশ্চিত হওয়ার জন্য ময়না তদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়া গেলেই কেবল মৃত্যুর প্রকৃত কারণ জানা ও বলা সম্ভব হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়