শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

সৈয়দপুরে হাসপাতালে চাকরির নামে প্রতারণা: স্বামী-স্ত্রী গ্রেফতার

প্রকাশিত: মার্চ ২৩, ২০২২, ০৮:৫৫ সকাল
আপডেট: মার্চ ২৩, ২০২২, ০৮:৫৫ সকাল

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ওয়ার্ডবয়সহ বিভিন্ন পদে চাকরির দেয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এ ঘটনায় গত সোমবার রাতে জড়িত প্রতারক চক্রের সক্রিয় সদস্য স্বামী-স্ত্রীকে আটক করে পুলিশে সোর্পদ করেছেন ভুক্তভোগী প্রতারণার শিকার যুবকেরা।


আটককৃতরা হলেন- পঞ্চগড় জেলা শহরের পাটোয়ারীপাড়ার আজিজুল হকের ছেলে জাহাঙ্গীর আলম জাহিদ (৪০) ও তার স্ত্রী রেজিয়া সুলতানা ওরফে জান্নাতুল ফেরদৌসী (৩৫)। গত সোমবার দুপুরে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল থেকে চাকরির যোগদানপত্র দিয়ে টাকা নিতে এলে আটক করে ভুক্তভোগীরা।


জানা গেছে, আউটসোসিংয়ের মাধ্যমে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের জন্য রাজধানী ঢাকায় একটি ভুয়া প্রতিষ্ঠান খোলা হয়। এর নামকরণ করা হয় গোন্ডেল সার্ভিস লিমিটেড। আর এর প্রধান কার্যালয়ের ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে ৩৫ দিলকুশা (৪র্থ তলা) মতিঝিল, ঢাকা। প্রতারক চক্র ওই ভুয়া প্রতিষ্ঠানটি খুলে দেশব্যাপী তাদের একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলে। প্রতারক চক্রের সক্রিয় কিছু সদস্য উত্তর জনপদের বিভিন্ন জেলা ও উপজেলায় রয়েছে। আর এ প্রতারক চক্রের দুই সদস্য হচ্ছে পঞ্চগড় শহরের জাহাঙ্গীর আলম জাহিদ ও তার স্ত্রী রেজিয়া সুলতানা ওরফে জান্নাতুল ফেরদৌসী। প্রতারক চক্রের দুই সদস্যদের হাতে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে চাকরির জন্য দিনাজপুরের বোচাগঞ্জ, চিরিরবন্দর, খানসামা, রংপুরের তারাগঞ্জ ও নীলফামারীর সৈয়দপুর উপজেলার ৩২ জন বেকার যুবকের কাছ  থেকে তিন লাখ টাকা করে তুলে দেন।


এদের মধ্যে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বড় সুলতানপুর ইউনিয়নের রুহিগঞ্জ এলাকার মহেন্দ্র নাথ রায়ের ছেলে দুলাল চন্দ্র রায় (১৯) ও একই এলাকার সুসেন চন্দ্র রায়ের ছেলে স্বপন রায় (২০) জানান, দিনাজপুরের জনৈক মামুন ও ওয়ালিউর রহমানের মাধ্যমে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ওয়ার্ডবয় পদের চাকরির জন্য তিন লাখ টাকা করে দেন প্রতারক চক্রের সক্রিয় সদস্য জাহাঙ্গীর আলম জাহিদকে। গত ফেব্রুয়ারি মাসে তাদেরকে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ওয়ার্ডবয় পদে নিয়োগপত্র প্রদান করেন চক্রটি। তারা ওই পদে যোগদান করেন এবং তাদের দায়িত্ব-কর্তব্য পালন করে আসছিলেন। এরকম বিভিন্ন পদে ৩২ জনকে চাকরির দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় ওই প্রতারক চক্র সদস্যরা। কিন্তুগত সোমবার প্রতারক চক্রের মূলহোতা জাহিদ ও তার স্ত্রী চাকরিতে নিয়োগ দেয়া ব্যক্তিদের যোগদানপত্র দিয়ে আবারও টাকা নিতে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আসেন। এসময় নিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তার একপর্যায়ে তাদের ভুয়া নিয়োগদানের বিষয়টি বেরিয়ে আসে। এসময় সেখানে বাকবিতন্ডার একপর্যায়ে প্রতারণার শিকার যুবকেরা প্রতারক চক্রের সদস্য জাহিদ ও তার স্ত্রী রেজিনা সুলতানাকে আটক করে। পরে স্থানীয় কিছু লোকের সহযোগিতায় তাদের সেখান থেকে সৈয়দপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামের একটি কক্ষে আটকে রাখেন। পরে রাত সোয়া ১১টার দিকে খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ তাদের নিয়ে আসেন। আজ মঙ্গলবার সৈয়দপুর থানা পুলিশ ভুক্তভোগীদের হাতে আটক প্রতারক চক্রের দুই সদস্যকে ৩৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে।


সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান বলেন, দুই ব্যক্তিকে আটক করে রাখার খবর পেয়ে পুলিশ পাঠিয়ে তাদের থানায় নিয়ে আসা হয়। মঙ্গলবার আটককৃদের বিরুদ্ধে কোন লিখিত অভিযোগ না পাওয়ায় তাদের ৩৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়