শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

রাজশাহীতে ফুটপাত দখল নিয়ে ব্যবসায়ী খুন

প্রকাশিত: মার্চ ২৩, ২০২২, ০৯:০৮ সকাল
আপডেট: মার্চ ২৩, ২০২২, ০৯:০৮ সকাল

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকায় ফুটপাত দখল রাখতে গিয়ে ব্যবসায়ী রিয়াজুল (২৩) ছুরিকাঘাতে খুন হয়েছেন। গত সোমবার দিনগত রাত ৯টার দিকে নগরীর নিউ মার্কেটের পূর্ব দিকের প্রধান প্রবেশপথ সংলগ্ন ফুটপাতে এ ঘটনা ঘটে। রিয়াজুল নগরীর নিউ মার্কেট সংলগ্ন ষষ্ঠীতলা এলাকার মধু শেখের ছেলে।


ছুরিকাঘাতের পর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮নং ওয়ার্ডে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ছুরিকাঘাতে আহত হয়েছেন রিয়াজুলের ভাই রিংকু (২০)। তিনিও হাসপাতালের ৮নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। বুকের বাঁ পাশে ছুরিকাঘাতের শিকার হন রিয়াজুল। এ ঘটনায় রাতেই নগরীর বোয়ালিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ একজনকে আটক করেছে।


স্থানীয়রা জানান, নিউমার্কেটের সামনের ফুটপাতে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন রিয়াজুল ও রিংকু। স্থানীয় দুই যুবক সোমবার সন্ধ্যায় সেখানে যান। তারা নিজেদের তাঁতিলীগ কর্মী পরিচয় দিয়ে রিয়াজুল ও তার ভাইকে দোকান সরিয়ে নিতে চাপ দেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে দুই পক্ষকেই সরিয়ে দেয়। এরপর রাত ৯টার দিকে আরও কয়েকজন এসে রিয়াজুলকে ছুরিকাঘাত করেন। ভাইকে রক্ষায় এগিয়ে গেলে রিংকুকেও ছুরিকাঘাত করা হয়। দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারা যান রিয়াজুল।


নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি মাজাহারুল ইসলাম জানান, জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে। সোমাবার রাতে রিয়াজুলের বাবা মধু মিয়া বাদি হয়ে বোয়ালিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন। ওই ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে নয়জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আসামীরা হলো, নগরের বোয়ালিয়া থানার ষষ্ঠিতলা এলাকার সাঈদ শেখের ছেলে রানা শেখ (৩০) ও রনি শেখ (২৬), রতনের ছেলে নাঈম (২৬), গৌরহাঙ্গা এলাকার আনুর ছেলে রিমন (২৪) ও দড়িখরবনা এলাকার হাসুর ছেলে নাঈম (৩৫)। ঘটনার রাতেই নাইম নামে এক আসামীকে গ্রেফতার করা হয়। বাকি আসামীদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে আরএমপি মুখপাত্র গোলাম রুহুল কুদ্দস তা নিশ্চিত করেছেন।
এদিকে হত্যাকান্ডের প্রতিবাদে নগরীর ষষ্টিতলা এলাকাবাসীর ব্যানারে বিক্ষোভ মিছিল বরেছে। মঙ্গলবার দুপুরে এলাকার নারী পুরুষ নিউমার্কেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়