ছাদ থেকে লাফিয়ে আকাশ (২৪) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। তবে চার তলা থেকে লাফিয়ে পড়ার কথা বলা হলেও তার শরীরে তেমন কোনো ইনজুরি নেই। এটি আসলেই আত্মহত্যা কি না তা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে এই মৃত্যুকে রহস্যজনক বলছে পুলিশ।
নিহত শিক্ষার্থীর নাম আকাশ রায় ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে দুই মাস আগে কম্পিউটার সায়েন্স থেকে অনার্স শেষ করেছেন। তিনি নিউ মডেল ডিগ্রি কলেজের পাশে শুক্রাবাদ এলাকায় একটি চারতলা ভবনের তৃতীয় তলায় ৫ জন মিলে মেসে থাকতেন।
আকাশের বন্ধু পংকজ অধিকারী জানান, তার গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার চতরা গ্রামে। তার বাবার নাম রতন রায়, তিনি গাইবান্ধা একটি কলেজের প্রভাষক।
তিনি বলেন, মঙ্গলবার (২২ মার্চ) সাড়ে ৩টা পর্যন্ত তারা সবাই জেগে ছিল, পরে সবাই ঘুমিয়ে পড়ে। সকালে উঠে সংবাদ পাই আকাশ ভবনের নিচে পড়ে আছে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে সকাল ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পংকজ অধিকারী আরও বলেন, আমি কয়েক দিন আগে এই মেসে উঠেছি। আকাশ আমাকে তার সম্পর্কে তেমন কিছুই জানাননি। তবে আমাদের ধারণা তিনি ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি শেরেবাংলা নগর থানাকে জানানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।