শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

মালামাল সহ সাপাহারে ১০ জন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারি আটক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২২, ০২:৪১ রাত
আপডেট: মার্চ ২৪, ২০২২, ০২:৪১ রাত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলা সদর থেকে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারি ১০ যুবককে আটক করেছে জয়পুর হাট র‌্যাব-৫। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাদের আটক করা হয়েছে।

র‌্যাবের হাতে আটককৃতরা হলেন- সাপাহার উপজেলার বাহাপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে নুর আলম (৩৫), মদনসিং গ্রামের আব্দুল গনির ছেলে সাকিব হাসান (২৯), পিছল ডাঙ্গা মধ্যপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে ইমরান (২২), মানিকুড়া গ্রামের আজিজুল হকের ছেলে কামাল হোসাইন (২৩) ও রাশেদুল হকের ছেলে আরিফুল ইসলাম(২৭), জয়পুর গুচ্ছগ্রামের মোজাফফর রহমানের ছেলে শাহিন আলম (২৬), ক্ষুদরামবাটি (মহিলিপুর) গ্রামের নুর ইসলামের ছেলে মতিউর রহমান (২৮), সৈয়দপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে রাশেদ মিলন(২৮), বৈদ্যপুর গ্রামের তোজাম্মেল হকের ছেলে আব্দুল মাজেদ (২৮) এবং পাশ্ববর্তী পত্নীতলা থানার সাড়াইডাঙ্গা গ্রামের লোকমান আলীর ছেলে কাওসার মাহমুদ শান্ত (২৮)।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মাসুদ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা নওগাঁ জেলার সাপাহার উপজেলা সদর সাপাহার বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। ওই দিন বিকেল ৬.১৫ মিনিট থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত তাদের অভিযান চলে। অভিযানে বাজার এলাকা থেকে ১২ টি সিপিইউ, ১৬টি হার্ড ডিস্ক, ১২ টি মনিটর, চারটি মাউস, নয়টি বিভিন্ন ধরনের ক্যাবল, আটটি কী-বোর্ড সহ পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ কারিদেরকে হাতেনাতে আটক করতে সক্ষম হন। এর পর রাতেই তারা আসামীদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন

২০১২ অনুযায়ী সাপাহার থানায় মামলা দায়ের করেন। সাপাহার থানার অফিসার ইনচার্জ ওসি তারেকুর রহমানের সাথে কথা হলে মামলার সত্যতা স্বীকার করে তিনি বলেন যে, আটক আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদেরকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়