শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

হাতীবান্ধায় তিস্তার চরে ভুট্টাক্ষেত লুটের হুমকি, থানায় ডাইরি

প্রকাশিত: মার্চ ২৪, ২০২২, ০৯:১৫ সকাল
আপডেট: মার্চ ২৪, ২০২২, ০৯:১৫ সকাল

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সির্ন্দুনা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চর সিন্দুর্না এলাকায় তিস্তা নদীর জেগে ওঠা ধু ধু বালুচর ৩১ একর জমি  জবর দখল ও ক্ষেতের ভুট্টা লুটের হুমকিতে নিরাপত্তার দাবিতে থানায় অভিযোগ করেছে চাষীরা।


অভিযোগে জানা গেছে, উপজেলার চর সির্ন্দুনা এলাকার চারদিকে তিস্তা নদী। এর মধ্যবর্তী স্থানে জেগে ওঠা ধু ধু বালুর বিশাল দ্বীপচর। এ চরে ব্যক্তি মালিকানার পাশাপাশি রয়েছে শত শত হেক্টর সরকারি খাস জমি। এসব জমির ধু ধু বালু দ্বীপচর এখন ফসল উৎপাদনের উপযোগী হয়েছে  কয়েক যুগ আগে। শুধুমাত্র নদীর ওপর আস্থা না থাকায় চাষাবাদে আগ্রহ ছিল না নদী এলাকার চাষীদের। কিন্তু ওই এলাকার কতিপয় ব্যক্তি কোনর সরকারি কাগজ পত্র কিংবা লিজ ইজারা ছাড়াই গত প্রায় চার যুগ আগে উক্ত চরে ঘরবাড়ি নির্মাণ করে নিরবচ্ছিন্ন ভাবে প্রায় ৩১ একর খাস জমি চাষাবাদ করে আসছিল। বর্তমান  চলতি রবি মৌসুমে ৩১ জন চাষী ভুট্টা চাষ করেছে। আবহাওয়া অনুকূলে থাকায় ভুট্টার বাম্পার ফলন হয়েছে। এদিকে এক ব্যক্তি একক ভাবে সমুদয় খাস জমি দখল ও ভুট্টাক্ষেত লুট করার হুমকি প্রদর্শন অব্যাহত রেখেছে বলে চাষীদের অভিযোগ। এই ৩১ অসহায় গরিব চাষী হতাশ হয়ে ভুট্টাক্ষেতের নিরাপওা দাবি করে সকলের পক্ষে আমিনুর রহমান বাদী হয়ে স্থানীয় থানায় অভিযোগ করেছেন।


বিষয়টি নিয়ে থানায় যোগাযোগ করা হলে থানা অফিসার ইনর্চাজ এরশাদুল আলম অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়