বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী-মাতাজী সড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে ২ যাত্রী নিহত ও ২০ জন আহত হযেছে। আজ বুধবার রাত আনুমানিক ৮টার পূর্বে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বদলগাছীর সোহাসা গ্রামের গিরিস পাহান (৩৫) ও আব্দুর রশিদ (৩৭)।
এলাকাবাসী জানায়, বাসটি পত্নীতলা থেকে নওগাঁ অভিমুখে আসার পথে একটি ভটভটির সাথে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম জানান, ঘটনাস্থলেই দুজন মারা গেছে। আহতরা বদলগাছী ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।