ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও কোচিং-প্রাইভেট সেন্টারের আশপাশ ঘিরে বখাটেদের উৎপাত বেড়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে বখাটেদের অবস্থান এখন চোখে পড়ার মতো। কখনও এককভাবে আবার কখনও দলবদ্ধভাবে এসব বখাটে স্কুল-কলেজ, কোচিং পড়ুয়া ছাত্রীদের চলার পথে উত্ত্যক্ত করে আসছে।
বৃহস্পতিবার সকালের দিকে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা শিক্ষক সমিতির সভাপতি, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা এ সব অভিযোগ করেন। বখাটেদের এই বিচরণ বন্ধ করতে পুলিশের নিয়মিত টহলের পাশাপাশি প্রতিনিয়ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি করেন তিনি।
অভিযোগে জানা যায়, পৌর সদরের বিভিন্ন স্কুল-কলেজসহ বিভিন্ন এলাকায় নামে-বেনামে গড়ে ওঠা কোচিং-প্রাইভেট প্রতিষ্ঠান ঘিরে বখাটেদের বিচরণ বাড়ছে। শিক্ষার্থীরা স্কুলে প্রবেশ কিংবা ছুটির সময় বখাটেরা স্কুল গেট ও তার আশপাশে রোমিও সেজে অবস্থান করছে। বখাটেরা সুযোগ বুঝে স্কুল ও কলেজগামী ছাত্রীদের অশালীন উক্তি ছুড়ে দিচ্ছে। বখাটেদের এসব অশালীন উক্তি ছাত্রীরা নীরবে সহ্য করে গন্তব্যে যাচ্ছে।
এ ব্যাপারে কোনো প্রতিরোধ না থাকায় তা দিন দিন বেড়েই চলেছে। ছাত্রীদের মধ্যে অনেকেই বখাটে দ্বারা উৎপাতের শিকার হলেও লোকলজ্জার ভয়ে কেউ ঘটনা প্রকাশ করছে না। এতে ছাত্রীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ফলে এসব প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রীদের অভিভাবকরা থাকেন দুশ্চিন্তায়।
উক্ত আইন-শৃঙ্খলা কমিটির সভায় ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ (তদন্ত), ইউপি চেয়ারম্যানগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় ধর্ষণ, মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার মধ্যে বখাটেপনার বিষয়টি অধিক গুরুত্ব পেয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাজ্জাকুল ইসলাম জানান, আমরা চেষ্টা করছি বখাটেদের প্রতিরোধ করার। তবে এলাকার সব শ্রেনী পেশার মানুষ এগিয়ে আসলে এদের প্রতিরোধ করা সম্ভব।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।