লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে পারিবারিক কলহে আম গাছের সঙ্গে গলায় শাড়ি পেঁচিয়ে সালমা বেগম (৪০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
শুক্রবার (২৫ মার্চ) রাতে উপজেলার আড়বাব ইউপি’র বড়বাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সালমা বেগম আড়বাব ইউপি’র কেশব বাড়িয়া গ্রামের তাজউদ্দিন আহম্মেদের স্ত্রী ও পাশ্ববর্তী বড়বাড়িয়া গ্রামের আঃ সামাদ মোল্লার মেয়ে।
স্থানীয়রা জানায়, ‘পারিবারিক কলহে রাত ১২ টার দিকে সালমা বড়বাড়িয় গ্রামের তার বাবার বাড়ির পাশের একটি আম গাছের ডালের সঙ্গে নিজের শাড়ি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে ।’
স্থানীয় আড়বাব ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান বলেন, শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।