গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় শাকিল আহমেদ নামে নববিবাহিত এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সকালে পৌর শহরের খোয়ার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভাটার মাটি বহন করা একটি ট্রাক্টরের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শাকিল গাড়িষাপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত আব্দুল মতিন জানান, ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক্টরটিকে আটক করা হলেও ড্রাইভারকে আটক করা সম্ভব হয়নি। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।