জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটে ৪টি হত্যাসহ ২০টিরও অধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ইসমাইল হোসেন ডাবলুকে গ্রেফতার করেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার দিবাগত রাতে জয়পুরহাট পৌর এলাকার হাতিল গাড়িয়াকান্ত মহল্লা থেকে তাকে ধারালো অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইসমাইল হোসেন ডাবলু নওগাঁর ধামইরহাট উপজেলার ধুরইল গ্রামের আবুল কাশেম সরকারের ছেলে।
জয়পুরহাট গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শাহেদ আল মামুন জানান বৃহস্পতিবার দিবাগত রাতে পৌর এলাকায় হাতিল গারিয়াকান্ত মহল্লায় অভিযান চালিয়ে মাদক বেচাকেনার সময় ধারালো অস্ত্র ও মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। ডিবি ওসি আরও জানান ডাবলু জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে সন্ত্রাসী কর্মকান্ডসহ ছিনতাই করে আসছিল। তার বিরুদ্ধে জয়পুরহাট ও নওগাঁ জেলার বিভিন্ন থানায় ৪টি খুন, ৬টি ডাকাতি, ছিনতাই, সন্ত্রাসী ও মাদকসহ ২০টিরও অধিক মামলা রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।