শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

সান্তাহারে স্বামী-স্ত্রী পরিচয়ে দেড় বছর বসবাস, গর্ভপাত করাতে গিয়ে নারীর মৃত্যু

প্রকাশিত: মার্চ ২৬, ২০২২, ০৯:২২ সকাল
আপডেট: মার্চ ২৬, ২০২২, ০৯:২২ সকাল

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি: সান্তাহারে স্বামী-স্ত্রী পরিচয়ে বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতে থাকা ভূয়া দম্পতির অবৈধ স্ত্রীর গর্ভপাতে মৃত্যু ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাতে গর্ভপাত করাতে গিয়ে অধিক রক্তক্ষরণে মারা যায় মাফিয়া খাতুন। এঘটনায় শুক্রবার সকালে সান্তাহার পৌর শহরের পান্নার মোড়ের ভাড়া বাড়ি থেকে কথিত স্বামী জালাল উদ্দীনকে আটক করেছে পুলিশ।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, নওগাঁর আত্রাইয়ের গন্ড গোহালি গ্রামের মৃত কমেল আলী মন্ডলের মেয়ে মাফিয়া খাতুনের (৩৬) সাথে চার বছর আগে তার স্বামীর বিচ্ছদ ঘটে। স্বামী পরিত্যাক্তা এই নারীর সাথে প্রায় দুই বছর আগে পরিচয় ঘটে নওগাঁর রানীণগর উপজেলার সিম্বা গ্রামের জালাল উদ্দীনের। জালাল তাকে বিদেশ পাঠানোর কথা বলে তার সাথে নিয়মিত যোগাযোগের একপর্যায়ে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। প্রায় দেড় বছর আগে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে সান্তাহার পৌর শহরের পান্নার মোড় এলাকায় ফেরদৌস মাহমুদের বাড়ি ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন মাফিয়া খাতুন। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার রাতে ওই বাসায় আসেন জালাল ও মাফিয়া। রহস্যজনক ভাবে গভীর রাতে জালাল বাসা থেকে বেরিয়ে যায়। আর ওই রাতে মাফিয়া অবৈধ গর্ভপাত করাতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায়। শুক্রবার সকাল ৯টায় বাসার লোকজন মাফিয়াকে ডাকতে গিয়ে ঘটনাটি জানতে পেরে কথিত জালালকে ফোন করে বাসায় ডেকে আনেন। জালাল ওই বাসায় আসলে পুলিশ তাকে আটক করে। জালালের দাবি, তিনি একজন আদম ব্যবসায়ী। বিদেশে লোক পাঠানোই তার কাজ। ওই নারীকে সৌদি আরব পাঠানোর জন্য তিনি চেষ্টা করছিলেন। এজন্য মাঝে মাঝে তার সাথে ওই নারী যোগাযোগ রাখতেন। এর বেশি কোনো সম্পর্ক নেই।


এদিকে বাসার মালিক ফেরদৌস মাহমুদ জানান, তারা স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে দেড় বছর যাবৎ বসবাস করছে। তাদের কাছে বেশ কিছুদিন ধরে ভোটার আইডি কার্ড চাওয়া হচ্ছিলো কিন্তু 'আজ দিব, কাল দিব' বলে কালক্ষেপন করছিলেন।


সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া মর্গে পাঠানো হয়। কথিত স্বামী জালাল, বাসা মালিক ফেরদৌস ও তার আরেক ভাড়াটেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেয়া হয়েছে। বিষয়টি আরো খতিয়ে দেখা হচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়